আজ বুধবার তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান "ঘনিষ্ঠ" টলিউড অভিনেতা যশ দাশগুপ্ত কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়ের হাত থেকে দলীয় পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেই সময় টুইট করে বসিরহাটের সাংসদ নুসরত জাহান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করলেন। দিলীপ ঘোষ গত বুধবারে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী নিরাপত্তা নিয়ে কটাক্ষ করেছিলেন। এবার সেই ইস্যুতে অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান দিলীপ ঘোষের গত ৩১ জানুয়ারি একটি ঘটনা প্রসঙ্গ নিয়ে সমালোচনা করেন। ঐদিন জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে সিএএ নিয়ে প্রতিবাদ করার সময় এক মহিলার হাত থেকে পোস্টার কেড়ে নিয়েছিল বিজেপি সমর্থকরা ও তাকে হেনস্তা করা হয়েছিল। সেই বিষয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, "আমাদের ছেলেরা ঠিকই কাজ করেছে। ওই মহিলার ভাগ্য ভালো। হেনস্থা ছাড়া তার সঙ্গে আর কিছু হয়নি।"
বসিরহাটের সাংসদ আজ দিলীপ ঘোষের সেই মন্তব্যকে কটাক্ষ করে গত বুধবারের একটি টুইটকে তুলে এনে বিজেপি রাজ্য সভাপতিকে একহাত নিয়ে বলেছেন, প্রতিবাদ করলে মহিলাদের এইভাবে চরিত্রহনন করা হয়। এটাই বিজেপির সংস্কৃতি। এছাড়া টুইটার শেষে তিনি তীব্র কটাক্ষ করে বলেছেন, "আবারও লজ্জাজনক মন্তব্য"।