মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য রাজ্যে ফের চালু হতে চলেছে বিদ্যালয়। আগামী ১৬ নভেম্বর থেকে খুলবে সমস্ত বিদ্যালয়। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্যই খুলবে স্কুলের দরজা। এবার পর্ষদের তরফ থেকে ছাত্র-ছাত্রীদের জন্য জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা। একনজরে দেখে নেওয়া যাক কি রয়েছে নতুন এই নির্দেশিকায়?
- ১৬ নভেম্বর থেকে কেবল নবম-দ্বাদশ শ্রেণীর জন্যই খুলবে বিদ্যালয়।
- সোমবার থেকে শনিবার পর্যন্ত বিদ্যালয়গুলির নিয়মানুযায়ী চলবে ক্লাস।
- কোভিডের প্রোটোকল মেনে প্রতিটি শ্রেণীকে দুই বা তার বেশি শাখায় ভাগ করতে হবে।
- শুধু থিয়োরেটিকালই নয়, ১৬ নভেম্বর থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য চালু হবে প্র্যাকটিকাল ক্লাসও।
- নবম এবং দশম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সকাল ৯৩০-এর মধ্যে নিজেদের ক্লাসে ঢুকতে হবে। ক্লাস চলবে সকাল ১০ টা থেকে দুপুর ৩৩০ পর্যন্ত।
- একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সকাল ১০৩০-এর মধ্যে ক্লাসে ঢোকা বাধ্যতামূলক। তাঁদের ক্লাস চলবে বেলা ১১ টা থেকে বিকাল ৪৩০ পর্যন্ত।
- ক্লাস শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্দিষ্ট শ্রেণীকক্ষে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের।
পাশাপাশি এও জানানো হয়েছে, প্রতিটি বিদ্যালয়কে সঠিকভাবে স্যানিটাইজড করতে হবে। বিদ্যালয় চলাকালীন সমস্ত কোভিড বিধি মেনে চলতে হবে বিদ্যালয়ে উপস্থিত সকলকে। প্রত্যেককে মুখে মাস্ক পরতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে সকলকে। ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবকদেরও সচেতন করতে হবে। এই নিয়ম কেবলমাত্র শিক্ষার্থীদের জন্যই নয়, শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্যও সমানভাবে প্রযোজ্য, নির্দেশে এমনটাই ঘোষণা করেছে রাজ্য শিক্ষা পর্ষদ।