২০২১-এর বিধানসভা ভোটকেই যে পাখির চোখ করে রাজ্যে সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে বিজেপি তা রাজ্য রাজনীতির প্রতিদিনের হাওয়াই বলে দিচ্ছে। এবার সেই সঙ্গে যোগ হল ডিসেম্বরে রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচার কর্মসূচীর সম্ভবনা।
দলীয় সূত্রে খবর, ডিসেম্বরের একদম গোড়াতেই পশ্চিমবঙ্গে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা, এবং তাঁর সফরের পরেই ফের আসতে পারেন কেন্দ্রীর সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর ডিসেম্বরের শেষ দিকে শাহ-র সফরের পর ২১-এর বিধানসভা ভোটের জন্য মারণ কামড় দিতে রাজ্যে প্রচারে আসতে পারেন স্বয়ং নরেন্দ্র মোদী। প্রধানত রাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলা রাজনৈতিক হিংসা, বেকারত্ব, স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল দশা - এগুলিই প্রচারের অস্ত্র হবে মোদীর কাছে, বলে রাজনৈতিক মহলের অনুমান। ইতিমধ্যেই অমিত শাহ রাজ্যের কর্মী, কার্যকার্তাদের সঙ্গে আলাপ আলোচনা করে গেছেন দিন কয়েক আগে। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, সারা ডিসেম্বর মাস জুড়েই বিভিন্ন জেলা এবং কলকাতা শহরে বিক্ষোভ কর্মসূচী করে নিজেদেরকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আরও প্রাসঙ্গিক করতে চাইবে বিজেপি। এই অবস্থায় স্বয়ং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সফর নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।