১১ জুন, ২০২৩
নদিয়া ও মুর্শিদাবাদ

মা প্রেমিকের সঙ্গে বেপাত্তা, বাবার নতুন বিয়ের সিদ্ধান্ত, অভিমানে আত্মঘাতী ছেলে

৯ বছরের রিমন সইতে পারেনি মায়ের উপেক্ষা, নিতে পারেনি বাবার নতুন বিয়ের সিদ্ধান্ত
child death Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৮ আগস্ট ২০২২
শেষ আপডেট: ৮ আগস্ট ২০২২ ১০:৪৩

বাবা-মা এবং দুই ভাইয়ের ভরা সংসার। বাবার ঝালমুড়ির ব্যবসা। রোজ বেরিয়ে যেতেন ঝালমুড়ি ফেরি করতে। বাড়িতে মা এবং দুই ছেলের ঘরকন্না। আচমকাই সেই সুখের সংসারে অসুখের বাতাবরণ। হঠাৎ-ই একদিন মা চলে গেলেন প্রেমিকের সঙ্গে। আর ফিরলেন না। মেনে নিতে পারেনি বড় ছেলে। রোজ মায়ের জন্য চোখের জল ফেলত সে। অসহায় বাবা ঘর সামলে, ব্যবসা সামলে ছেলেদের যত্ন নিতে অপারগ। ছেলেদের ভালোর জন্যই নতুন করে বিয়ে করার সিদ্ধান্ত নিলেন। না, বড় ছেলে মেনে নিতে পারেনি। মনের দুঃখে আত্মহত্যার পথই বেছে নিল সে।

ঘটনাটি এ রাজ্যের মুর্শিদাবাদের (Murshidabad)। মুর্শিদাবাদের রানিনগর এলাকার কালিনগর গ্রামের জিয়ারুল হক। পেশায় তিনি ঝালমুড়ি ব্যবসায়ী। তাঁর দুই ছেলে রিমন এবং ইমন। আচমকাই রিমন ও ইমনের মা জিয়ারুল হককে ছেড়ে চলে যান। এরপর থেকে সংসারে দেখভালের কেউ নেই। জিয়ারুল হক এতদিন নিজেই সংসার সামলাতেন, ছেলেদের দেখাশোনা করতেন। কিন্তু এভাবে আর কতদিন? তিনি নতুন করে বিয়ের সিদ্ধান্ত নেন। মেনে নিতে পারেনি বড় ছেলে বছর ন'য়েকের রিমন। একদিকে মায়ের ঘর ছেড়ে চলে যাওয়া, অপরদিকে বাবার নতুন করে বিয়ের সিদ্ধান্ত তার শিশুমনে গভীর প্রভাব ফেলে। অনেকটাই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিল রিমন।

স্থানীয়দের বক্তব্য, মায়ের চলে যাওয়ার পর রিমন গভীর মানসিক অবসাদে ভুগছিল। বহুবার তার পাশে থাকার চেষ্টা করেছে পাশের বাড়ির লোকজন, আত্মীয়স্বজন। কিন্তু বাবার নতুন বিয়ের সিদ্ধান্তে সে আরও ভেঙে পড়ে। বড় ছেলের মৃত্যুর পর বাবা জিয়ারুল হকের বুকভাঙা হাহাকার, "ওদের ভালোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছিলাম। এমন হবে জানলে কখনোই করতাম না।" এদিকে ছেলের মৃত্যু সংবাদ পেয়েও দেখতে আসেননি মা। পাড়ার লোকজনদের বক্তব্য, "মায়ের হৃদয় এতটা কঠিন হতে পারে? অবিশ্বাস্য!"

এদিকে দাদার মৃত্যুর দৃশ্য নিজের চোখেই দেখে বছর পাঁচেকের ছোট ভাই ইমন। নিজেই ফাঁস খুলে দাদাকে নামায়। চোখে-মুখে জল দেয়। পাড়ার লোকজনদের ডেকে আনে। স্থানীয়দের দাবি, তখনও রিমনের দেহে প্রাণ ছিল। যদিও স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দাদার মৃত্যুতে ভেঙে পড়েছে ইমন। আর বাড়ির লোকজনদের হা-হুতাশ এইটুকু বাচ্চা ছেলের এত অভিমান? এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

২৭ মে

বাড়ি-অফিস খুঁজে মোটে আটটি ২০০০ টাকার নোট পেয়েছেন মুখ্যমন্ত্রী

Mamata tmc
২৪ মে

পূর্বে ১৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই

Anubrata Mondal new photo 2
১৮ মে

দুপুর ১২টায় পর্ষদের ওয়েবসাইটে মাধ্যমিকের ফল দেখা যাবে

High school students
১৮ মে

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ২৫ লক্ষ টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি

Abhisekh White sit boom
২৯ এপ্রিল

প্রায় ৪০০ কোটি টাকা আয় করেছে আবগারি দপ্তর

Beer alcohol
২৬ এপ্রিল

দ্রুত এই প্রক্রিয়া শেষের নির্দেশ দিয়েছে সিবিআই

Tet protest
২৬ এপ্রিল

পোর্টাল দেখভাল করবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর

Bratya Basu
২০ এপ্রিল

ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের কারণে লাল সতর্কতাও জারি করা হয়েছে

Rain taxi kolkata
১৫ এপ্রিল

অসহনীয় গরমের জন্য তিন সপ্তাহ আগে থেকেই রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি পড়ছে

Taxi sealdah
২৮ মার্চ

সিঙ্গুরে আট একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ এপ্রিলের মধ্যেই শেষ হবে

Modi Mamata new 2
২৮ মার্চ

নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা শান্তিনিকেতন

Draupadi Murmu Mamata Banerjee