বাংলা বিধানসভা নির্বাচনের জন্য তুঙ্গে প্রস্তুতি রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির। প্রায় প্রত্যেকটি দল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য মাঠে নেমে পড়েছে। কিন্তু এবার বিজেপি প্রধান তথা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতুয়া ভোট নিজেদের দিকে টানতে মাস্টারস্ট্রোক দিয়েছেন। আগামী ২৭ মার্চ যখন পশ্চিমবঙ্গে ভোট শুরু হচ্ছে ঠিক তার আগের দিন ২৬ মার্চ বাংলাদেশ ঢাকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি ২৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়িতে যাবেন। সাথে গোপালগঞ্জের ওড়াকান্দি ঘুরে আসতে চান প্রধানমন্ত্রী। আর সেখানেই তাঁর মাস্টারস্ট্রোক। আসলে ওড়াকান্দিতে জন্মগ্রহণ করেছিলেন মতুয়া ধর্মের প্রবক্তা হরিচাঁদ ঠাকুর। তার হাত ধরে গোটা বাংলায় ছড়িয়ে পড়েছে এই মতুয়া সম্প্রদায়। একপ্রকার মতুয়াদের তীর্থস্থান বলা চলে এই ওড়াকান্দিকে। সেই জায়গায় গিয়ে যদি প্রধানমন্ত্রী তীর্থস্থান দর্শন করেন তাহলে তা বাংলার নির্বাচনে যে প্রভাব ফেলবে তা বলা বাহুল্য।
এই ঘটনা প্রসঙ্গে মতুয়া মহাসঙ্ঘের কেন্দ্রীয় নেতা দিল্লিবাসী সুশীল মল্লিক বলেছেন, "প্রধানমন্ত্রীর সত্যিই এই কাজটি করে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মতুয়া সম্প্রদায়ের ৫ কোটি মানুষের একান্ত আপন হয়ে উঠবেন। এরপর বিজেপির হাত থেকে উদ্বাস্তু হয়ে ভারতে যাওয়া মতুয়া সম্প্রদায় যদি নাগরিকত্ব পায় তাহলে প্রধানমন্ত্রীর জয়জয়কার করবে তারা।" প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ঢাকা থেকে হেলিকপ্টারে গোপালগঞ্জ পৌঁছে টুঙ্গিপাড়ার পাশাপাশি ওড়াকান্দির মতুয়া মন্দিরে যাবেন। এমনিতে এলাকা ঘিঞ্জি হয় তার কনভয় ঢুকবে না বলে তার জন্য আলাদাভাবে হেলিপ্যাড তৈরি করছে বাংলাদেশ প্রশাসন। মোদির সফরে যাতে নিরাপত্তার বজ্রআঁটুনি থাকে তার চেষ্টা করছে প্রশাসন।