একুশে বাংলা বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। গেরুয়া শিবির জোরকদমে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য জেলায় জেলায় প্রচারে নেমেছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার সদ্য বিজেপিতে যোগদান করা মিঠুন চক্রবর্তী বাঁকুড়ায় গিয়ে উপস্থিত হয়েছেন এবং সেখানে মোট ৪ টি রোড শোতে অংশগ্রহণ করেছেন। সকালের দিকে কলকাতা থেকে হেলিকপ্টারে চড়ে শালতোড়া হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। সেখানে বিজেপির সমর্থনে রীতিমতো মানুষের ঢল নামে। সেখান থেকেই মিঠুন চক্রবর্তী হুংকার দিয়ে বলেছেন, "এবারের নির্বাচনে বিজেপি ২০০ এর বেশি আসন পাবে। কোই শাক!"
এছাড়াও মিঠুন চক্রবর্তী কেশিয়াড়িতে রোড শোতে উপস্থিত হয়ে বলেছেন, "বাংলার মানুষের কাছে ইতিবাচক সাড়া পাচ্ছি। আমি সমস্ত বাংলার গরীবকে বলবো যে নিজের অধিকারটা ছিনিয়ে নিতে। আর বাংলার মানুষকে কখনো আন্ডার এস্টিমেট করা উচিত না। ওদেরকে ভয় দেখালেও ওরা ঠিক বেরিয়ে নিজেদের পছন্দের সরকারকে ভোট দেবে।" এছাড়াও তার রোড শোতে উপচে পড়া জনপ্লাবন সম্বন্ধে তিনি বলেছেন, আসলে বাংলার মানুষের সাথে আমার ঠিক হিরো ফ্যানের সম্পর্ক না। বাংলার মানুষ আমাকে ভালোবাসে। গরিব মানুষের পাওনা আমি ঠিক ফিরিয়ে দেব। এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা।" প্রসঙ্গত উল্লেখ্য, শালতোড়া রোড শোতে মিঠুন চক্রবর্তী বিজেপি প্রার্থী চন্দনা বাউরির হয়ে প্রচার করেন এবং কেশয়াড়ি রোড শোতে তিনি বিজেপি প্রার্থী সোনালি মূর্মুর হয়ে প্রচার করেন।