একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সমস্ত রাজনৈতিক দল শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নেওয়ার জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে জনসভা করছেন। এই নির্বাচনের প্রাক্কালে আহত মমতা হুইলচেয়ারে বসেই এখন জঙ্গলমহলে জনসভা করতে উপস্থিত হচ্ছেন। আজ অর্থাৎ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় উপস্থিত হয়েছেন জনসভা করার জন্য। সেখান থেকে নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে একাধিক ইস্যুতে গলায় সুর তুলেছেন। সরাসরি মোদি ও বিজেপিকে সাপের সাথে তুলনা করে তিনি কটাক্ষ করে বলেছেন, "ঘরের দুয়ারে সাপ লুকিয়ে থাকে, বাঘ লুকিয়ে থাকে। সাপকে ঢুকতে দেওয়া যাবে না, বাঘকে ঢুকতে দেওয়া যাবে না।"


এছাড়া এদিন জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের বিজেপির নারীবিরোধী রূপ তুলে ধরে প্রচারে ঝড় তুলেছেন। তিনি বলেছেন, "বাংলার মা বোনেরা আপনারা তো ঘরের কাজ করেন আবার বাইরেরও কাজ করেন। ওই লুটেরা বাহিনী এলে ওদের হাতা খুন্তি দিয়ে তেড়ে যাবেন। তবে আমরা বদলা বদলা বদলা চাই না। চাই না বাংলায় কোন দাঙ্গা। তবে সবকিছু লুঠ করতে দেব না আমরা।"
জনসভায় উপস্থিত গড়বেতাবাসীকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেস জিতলে প্রত্যেকের বাড়িতে বিনা পয়সায় রেশন পৌঁছে যাবে। তৃণমূল হলো দুয়ারে সরকার। দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেবে রাজ্য সরকার। এছাড়াও বেশ আত্মবিশ্বাসী কন্ঠে তিনি বলেছেন, "এখন ভাঙা পা নিয়ে এসেছি। আবার ২ মে তে যে তারপর আসবো। পা ভালো থাকলে অবশ্যই আসব। আপনাদের পাশেই ভবিষ্যতে কেউ থাকবে না। কিন্তু একমাত্র আমি থাকবো।"