একুশে বাংলা বিধানসভা নির্বাচনের দামামা বেজে গেছে। রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণোদ্যমে ভোট প্রচার উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছে। এরই মধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর কাঁথির মারিসদায় একটি জনসভায় উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বর্তমানে হুইলচেয়ারে বসে রাজ্যের বিভিন্ন জেলায় জনসভা করছেন। আজ জনসভায় তিনি তার চেনা ভঙ্গিতেই বিজেপির বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেছেন, "খেলতে হবে, লড়তে হবে, জিততে হবে।" সেইসাথে আগ্রাসী সুরে মমতা বলেছেন, "যারা ভাবছে আমার একটা পা ভাঙ্গা তারা ভুলে গেছে আমার আরেকটা পা আছে। আমি এক পায়ে এমন শট মারবো একবারে বোল্ড আউট হয়ে বাংলা থেকে বেরিয়ে যাবে।"


এছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেছেন, "আগের দিন শুনলাম প্রধানমন্ত্রী বলেছেন বাঙ্গালীদের ডিএনএ পরীক্ষা করবেন। এত অপমানজনক কথা আমি এর আগে কখনো শুনিনি।" সেইসাথে তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, "তুমি ডিএনএ টেস্ট করবে? এত বড় সাহস? এসো ডিএনএ টেস্ট করতে। তোমাকে ভালো করে দিয়ে দেব। সুন্দর করে দেবো।"