শেষ ১৫ দিনে নতুন কোনো করোনা রোগী না আসার কারণে পশ্চিম মেদিনীপুরের তাঁতিগেড়িয়া এলাকায় তৈরি হওয়া অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্রটি আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিলো জেলা প্রশাসন। এক বিজ্ঞপ্তি জারি করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, ২১ নভেম্বর থেকে এই কেন্দ্রটি বন্ধ থাকবে। এখানে কর্মরত চিকিৎসক, নার্স এবং অন্যান্য কর্মীদের নিজ নিজ ক্ষেত্রে কাজে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সামান্য উপসর্গ থাকা রোগীদের জন্য আয়ুশ করোনা হাসপাতালের অধীনে তাঁতিগেড়িয়ায় এই বিশেষ স্যাটেলাইট হেলথ ফেসিলিটি চালু করা হয়েছিল। কিন্তু আপাতত তা বন্ধের সিদ্ধান্ত হলেও পরে প্রয়োজনে আবার এটি চালু করা হবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।