বাংলায় নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। প্রত্যেকটি রাজনৈতিক নেতাদের এজেন্ডা নিয়ে মানুষের কাছে নিজেদের বার্তা পৌঁছে দিতে আসছেন। অন্যদিকে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনও। আজ থেকে শুরু হয়ে গিয়েছে প্রথম দফার নির্বাচন। তাই অতিরিক্ত বেশ কিছু পদক্ষেপ এর ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে করোনাভাইরাস বিধি মেনে যেভাবে বিহারে নির্বাচন হয়েছিল ঠিক সেইভাবেই বাংলায় নির্বাচন হবে। বুথে সামাজিক দূরত্ব বিধি মানা হবে। কমিশন জানিয়েছে প্রত্যেকটি বুথে থার্মাল স্ক্রীনিং এর ব্যবস্থা থাকবে। যাদের শরীরের তাপমাত্রা একটু বেশি হবে তাহলে তাদের কিন্তু সেই সময় ভোট দিতে দেওয়া হবে না। বরং বিকেল বেলার দিকে সন্ধ্যা সাড়ে ৫ টা থেকে ৬ টার মধ্যে তারা ভোট দিতে পারবেন। প্রয়োজনে তাদেরকে পিপিই কিট দেওয়ার ব্যবস্থা করছে নির্বাচন কমিশন। এই কারণে প্রত্যেকটি বুথে পিপিই রাখা হয়েছে।
অন্যদিকে আজকের নির্বাচনের সব থেকে বড় টার্গেট হলে জঙ্গলমহল। গত লোকসভা নির্বাচনে এই রাজ্যের বেশ অনেকগুলি সিট দখল করেছিল ভারতীয় জনতা পার্টি। তারমধ্যে বিজেপির উত্থান এ জঙ্গলমহল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। লোকসভা নির্বাচনে পাওয়া জনসমর্থনকে ধরে রাখার চ্যালেঞ্জ দিয়েছেন বিজেপি নেতারা। অন্যদিকে জঙ্গলমহলে জমি পুনরুদ্ধার এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আজকে অর্থাৎ শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম এবং পূর্ব মেদিনীপুরে কিছুটা জায়গায় প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত করা হবে। প্রথম দফার পাঁচ জেলায় ৩০ আসনে নির্বাচন হতে চলেছে। যদি, লোকসভা নির্বাচনের কথা বলা যায় তাহলে জঙ্গলমহলে ১০ লোকসভা আসনে এগিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির কাছে ছিল বাকি আসনগুলি। তাই নিজের জমি ধরে রাখতে চেষ্টার কোনো অভাব রাখছেন না বিজেপি নেতারা।