সক্রিয় মৌসুমী বায়ু এবং নিম্নচাপের জোড়া ফলায় এখনও বিপর্যস্ত দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। জলের তলায় ঘাটালের গ্রামের পর গ্রাম। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার ঘাটাল যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার আগে শনিবার সেখানে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে চেপে হিজলি স্টেশনে নামেন তিনি। এরপরেই ঘাটাল পরিদর্শনে গিয়ে ঘুরে দেখেন গোটা এলাকা। দুর্গতদের সঙ্গেও কথা বলেন। তারপর ঘাটালেও যান তিনি। সকালে হিজলিতে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি রাজ্য সভাপতি। ত্রাণ ঠিকমতো পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
তাঁর অভিযোগ, "বন্যার সময় তৃণমূলনেত্রী শুধু জলে দাঁড়িয়ে ছবি তুলতে আসেন। গত ১০ বছরে বন্যা নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপই করেনি তাঁর সরকার। কেন্দ্র টাকা দিলেও, সেই টাকা বন্যা সামাল দেওয়ার কাজে লাগানো হয়নি।"
প্রসঙ্গত, দিলীপ ঘোষের আগেই ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শন করেন সাংসদ দেব (Dev)। তিনি সে সময় দাবি করেন, কেন্দ্রের উদাসীনতায় এখনও বাস্তবায়িত হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan)। আর তার ফলে তাঁর সংসদ এলাকার জল থইথই দশা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী না হলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হবে না বলেও দাবি করেন দেব। এই বক্তব্যের আবার পাল্টা জবাবে দিলীপ ঘোষ বলেন, "দেব সাত বছর সাংসদ। ওঁর দিদি মুখ্যমন্ত্রী। ভেবেছিলেন এই ভাবেই চলে যাবে। মানুষ কি জন্য ভোট দিয়েছিলেন? বন্যা হলে ভাসবেন বলে?"