বাংলার বিধানসভা নির্বাচনের আগে চলছে নিত্যদিনের নতুন গল্প। শাসক দলের ছাতা ছেড়ে ধাপে ধাপে অনেকেই এসেছেন গেরুয়া ছত্রছায়ায়। এর আগেই শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে তমলুক মহকুমার তিন কলেজের পরিচালন সমিতি থেকে অপসারিত করে রাজ্য সরকার, যদিও একথা অস্বীকার করে নিজে বলেন তিনি নিজে বহু আগেই ওই পদগুলি থেকে সরে এসেছেন। আর গতকাল রাত দশটা নাগাদ আট হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ ছেড়ে দিলেন দিব্যেন্দু অধিকারী। আর স্বাভাবিকভাবেই এতে আবারও দলবদলের সম্ভাবনাই জোরালো হচ্ছে তার, এমনটাই খবর রাজনৈতিক মহলে।
অন্যদিকে আগামী ৭ই ফেব্রুয়ারি হলদিয়ায় পেট্রোলিয়ামের দুটি প্রকল্পের শিলান্যাসের জন্য সরকারি কাজে ঝটিকা সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও আসবেন এবং তিনি দিব্যেন্দুকে আগেই চিঠি মারফত ওই অনুষ্ঠানে যোগ দিতে নিমন্ত্রণ জানান। আর এবার নিমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু-দিব্যেন্দুপিতা শিশির অধিকারী ও ঘাটালের তৃণমূল সাংসদ দেবকে। সরকারের নিয়মানুযায়ী যেকোনো সরকারী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় ওখানকার সমস্ত সাংসদদের। তাই শুধুমাত্র এরাই নন, আমন্ত্রণ জানানো হয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের সমস্ত সাংসদদের। তবে দলবদলের এই মরসুমে কোনো সম্ভাবনাই খাটো ভাবে দেখছেন না রাজনৈতিক মহল। দিব্যেন্দুবাবু আগেই অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারে ইতিবাচক উত্তর দিয়েছেন।