নেতাজি সুভাষচন্দ্রের ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়ালের অনুষ্ঠানে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আবারো একবার মোদী-মমতা একমঞ্চে থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল, তবে তা আর হচ্ছেনা বলেই নবান্ন সূত্রে খবর। আজ হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে আসবেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানেরও আসার কথা আজ। এখানেই সরকারি কর্মসূচির নিয়মানুযায়ী আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল জগদীপ ধনকড়, স্থানীয় সাংসদ দিব্যেন্দু অধিকারী ও তার বাবা শিশির অধিকারী, স্থানীয় বিধায়ক তাপসী মন্ডল, ঘাটালের সাংসদ দেব প্রমুখকে। ইতিমধ্যেই দেব জানিয়েছেন তিনি আসতে পারবেননা এই অনুষ্ঠানে। আর নবান্ন থেকেও স্পষ্ট জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আজ হলদিয়ায় যাচ্ছেন না। তবে নির্দিষ্ট করে কোনো কারণ জানানো হয়নি।
অন্যদিকে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না কাঁথির সাংসদ তথা জেলা তৃণমূল চেয়ারম্যান শিশির অধিকারী। শারীরিক অসুস্থতার কারণেই যেতে পারবেননা, এমনটাই জানিয়েছেন তিনি। পুত্র দিব্যেন্দু অধিকারী অবশ্য অনুষ্ঠানে আসবেন বলে আগেই জানিয়েছেন। রাজ্যে আসার আগে গতকালই একটি ট্যুইটে প্রধানমন্ত্রী বাংলার আবেগকে উস্কে দিয়ে বাংলাতেই লেখেন, "আগামীকাল সন্ধ্যায় আমি পশ্চিমবঙ্গের হলদিয়ায় থাকবো। সেখানে একটি অনুষ্ঠানে বিপিসিএল (BPCL) নির্মিত এলপিজি আমদানি টার্মিনালটি জাতির উদ্দেশে উৎসর্গ করব। একইসঙ্গে উর্যা-গঙ্গা প্রকল্পের অন্তর্গত ধোবি-দুর্গাপুর গ্যাস পাইপলাইন জাতির উদ্দেশে উৎসর্গ করব।"