বল ভেবে বোমকে শট মারতে গিয়ে বিস্ফোরণে মৃত্যু হল পূর্ব বর্ধমানের রসিকপুরের এক খুদের। জানা গিয়েছে, রসিকপুরের সুভাষপল্লী বাসিন্দা শেখ ইব্রাহিম ও শেখ আফরোজ একসাথে বাড়ির পাশে খেলছিল। সকাল ১১ টা ১৫ নাগাদ তারা দোকানের পাশে মাটি খোঁড়ার খেলা খেলতে খেলতে বল জাতীয় একটি জিনিস দেখতে পায়। সেগুলিতে হাত দিতেই বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। গুরুতর জখম অবস্থায় দুই খুদেকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে তার কিছুক্ষণের মধ্যেই আফরোজের মৃত্যু হয়। বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ইব্রাহিম।
বোমা বিস্ফোরণ ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ইতিমধ্যেই বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন আইসি, এসপি, অ্যাডিশানাল এসপি প্রমুখরা। পুলিশ জানিয়েছে, "এলাকায় হঠাৎ করে মাটির নিচে কি করে বোম এলো তা তদন্ত করছে পুলিশ।" আসলে নির্বাচনের আগে বিভিন্ন জেলাতে বিস্ফোরক উদ্ধার হচ্ছে। কিছুদিন আগের নিমতিতা কান্ডের স্মৃতি ভোলার আগেই মুর্শিদাবাদের সুতি এলাকায় বস্তাভর্তি বারুদ উদ্ধার হয়। এছাড়াও ভাঙ্গড় থেকে চলতি সপ্তাহে প্রচুর বোমা উদ্ধার হয়েছে।