একুশে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবির আগামী রবিবার তাদের ব্রিগেড সমাবেশ আয়োজন করেছে। সেখানে উপস্থিত থাকবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই নির্বাচন কমিশন বাংলার নির্বাচন নির্ঘণ্ট প্রকাশ করে দিয়েছে। মোট ৮ দফায় হবে বাংলার নির্বাচন। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যেই শুক্রবার শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের ২৯৪ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। গত বৃহস্পতিবার বিজেপি বাংলা কোর কমিটির সাথে কেন্দ্রীয় নেতারা বৈঠক করেছিল। তারপর সবাই এক প্রকার ধরে নিয়েছিল যে শুক্রবারে বিজেপি তাদের প্রার্থী তালিকা প্রকাশ করবে। কিন্তু এখন দলীয় সূত্রে জানা যাচ্ছে যে গেরুয়া শিবির রবিবার মোদির ব্রিগেড সমাবেশ হলে তাদের প্রার্থীর নাম ঘোষণা করবে। তবে তৃণমূলের মত সব প্রার্থীর নাম হয়তো ঘোষণা করবে না বিজেপি। তার বদলে প্রথম দুই দফায় ৬০ আসনে কারা গেরুয়া সৈনিক হবে তা প্রকাশ করা হবে।
অন্যদিকে মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের। নির্বাচনের আগে মোদির ব্রিগেড সমাবেশ তাদের কাছে সোনার ডিম হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া মোদীর সভায় যে জনজোয়ার আসবে তা নিয়ে কোন সন্দেহ নেই। তাই এবার গেরুয়া শিবির আইআরসিটিসি কে তিনটি বিশেষ ট্রেনের জন্য অনুরোধ জানিয়েছে। একটি আলিপুরদুয়ার ও অন্য দুটি মালদহ এবং উত্তর দিনাজপুর থেকে আশার কথা বলা হয়েছে।
বিজেপি নেতৃত্বরা মালদহ ও আলিপুরদুয়ার থেকে ২২ বগির স্পেশাল ট্রেনের ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছে। এর জন্য প্রায়ই ভাড়া লাগবে ২৬ লাখ টাকা। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থেকে ১৬ বগির একটি ট্রেন শিয়ালদহতে আসার অনুরোধ জানানো হয়েছে। এর জন্য প্রায় ভাড়া লাগবে ১৮ লাখ টাকা। বিজেপি এই ট্রেন সাধারণ ভাড়ার তুলনায় ১০ শতাংশ বেশি দিয়ে বুক করেছে। এই প্রসঙ্গে আইআরসিটিসি সূত্রে বলা হয়েছে, "আইন মেনে এই বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। শনিবার রাতে ট্রেনগুলি নির্ধারিত স্টেশন থেকে ছেড়ে হাওড়া ও শিয়ালদহ অব্দি আনা হবে। তারপর সেগুলি সেখানে সমর্থকদের নামিয়ে সাইডিং এ অপেক্ষা করবে।"