একুশে বাংলা বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া প্রচারে ঝড় তুলতে আজ বুধবার ফের বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আজ মেদিনীপুরের কাঁথিতে জনসভায় উপস্থিত ছিলেন। এদিন তৃণমূল কংগ্রেসের বহিরাগত আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বেশ বিরক্ত হয়ে হুংকার দিয়ে বলেছেন, "এই পবিত্র বঙ্গভূমিতে কেউ বহিরাগত নয়। যে মাটিতে রাজা রামমোহন রায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মেছেন, সেই মাটিতে কেউ বহিরাগত হতে পারে না। বাঙালি সবাইকে আপন করে নেয়। এখানে কোন ভারতবাসী বহিরাগত নয়।" অবশ্য সেইসাথে তিনি ঘোষণা করেছেন, "বাংলায় বিজেপি সরকার গঠন করলে মুখ্যমন্ত্রী হবে বাংলার ভূমিপুত্র।"
এছাড়া এদিন জনসভায় নরেন্দ্র মোদি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করে বলেছেন, "দিদি সব জায়গাতে গিয়ে উন্নয়নের বাহানা দিচ্ছে। শেষ ১০ বছরে অনেক উন্নতি করেছেন, তা দেখাতে পারবেন? কেউ জিজ্ঞেস করলে গালি দেন কেন?" এছাড়াও তিনি জানিয়েছেন, "দিদির দিন শেষ। ২ মে নির্বাচনের ফল প্রকাশ হলে বাংলার মানুষ দিদিকে দুয়ার থেকে দরজার পথ দেখিয়ে দেবে। তৃণমূলের খেলা ধরে ফেলেছে বাংলার মানুষ। বাংলার একটা ছোট্ট বাচ্চাও বুঝে গেছে সব।" সেইসাথে জনসভায় উপস্থিত বিজেপি কর্মীদের উদ্দেশ্যে তিনি নির্বাচনের আগে নতুন স্লোগান বেঁধে দিয়েছেন। এবার থেকে বিজেপির স্লোগান, "বাংলার দরকার, বিজেপি সরকার।"