একুশের ভোটে বিজেপি এবং তৃণমূল বিরোধী সব দলের সাথে জোট বাঁধতে আগ্রহ প্রকাশ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বৃহস্পতিবার রায়গঞ্জের দলীয় সভায় যোগ দিয়ে বিমান বসু বলেন, “বিজেপি এবং তৃণমূল বিরোধী যেকোনো দলের সাথে জোট বেঁধে ২০২১-এ লড়াই করবে বামফ্রন্ট।” বিহারে মহাগঠবন্ধন জোটের সাফল্য বামফ্রন্ট চেয়ারম্যানকে উৎসাহিত করছে বলে মনে করছেন অনেকে। যদিও এর আগেও বাম-কংগ্রেস জোট বেঁধে রাজ্যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়েছে। গত লোকসভায় এই জোটের মধ্যে কিছু সমস্যাও দেখা যায়। সেই প্রসঙ্গে বিমান বাবু বলেন, “মানুষ ভুল করে। তারপর তা থেকে শিক্ষা নেয়। গত ভোটে কংগ্রেস কথা রাখেনি। আমরা রেখেছিলাম। এইবার আশা করি সকলে সেটা বুঝবে।”
বিহার ভোটের রেজাল্ট নাকি রাজ্যের বিধানসভা নির্বাচনে বড়ো ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন অনেকেই। কিন্তু পুরো উল্টো কথা শোনা গেলো বিমান বসুর মুখে, “দুটো জায়গার সংস্কৃতি আলাদা। বিহারের ফল আর বাংলার ফল একইরকম হতেই পারে না।”