কৃষক আন্দোলনের পাশে থাকার জন্য নানা ক্ষেত্রের মানুষকে নানাভাবে এগিয়ে এসেছেন প্রথমদিন থেকেই। কিন্তু বাংলা থেকে হেঁটে দিল্লি! সর্বভারতীয় স্তরে এমন ঘটনা শোনা যায়নি। জয়রাজের হাঁটার উদ্দেশ্য একটাই পথে মানুষের মনে কৃষক আন্দোলন সম্পর্কে সচেতনতা তৈরি করা। পাশাপাশি সিঙ্ঘু সীমান্তে থাকা মানুষগুলোকে জানান দেওয়া যে তাদের এই কঠিন লড়াইয়ে তাদের পাশে আছে অনেকে।
শুধু এখন নয়, বাম আদর্শে অনুপ্রানিত জয়রাজরা লকডাউন চলাকালীন কমিউনিটি কিচেন চালিয়ে মানুষের পাশে থেকেছেন। বাংলা থিয়েটারের স্বনামধন্য নির্দেশক তথা থিয়েটার সিনেমার অভিনেতা জয়রাজ দিল্লি প্রদেশের সিঙ্ঘু সীমান্ত থেকে বললেন, “যারা আমাদের জন্য এতো যুগ ধরে ভেবে চলেছেন সেই কৃষকদের পাশে না দাঁড়ালে অন্যায় হবে। আর এই এখনও যদি না গর্জে উঠি তাহলে আর কবে?”