রাজ্যে বিধানসভার ভোট, মানুষের মন জয় করে বাংলা দখল করতে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। ভোট প্রচারের কারণেই পূর্ব পরিকল্পিতভাবেই বাঁকুড়ার চতুরডিহি গ্রামের বিভীষণ হাঁসদার বাড়িতে এসেছিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ওই দিন বিভীষণ হাঁসদার বাড়িতেই জমিয়ে খেয়েছিলেন দিলীপ ঘোষ, অমিত শাহ সহ আরও অনেকেই। নিজে হাতে রেঁধে স্বরাষ্ট্রমন্ত্রীকে খাইয়েছিলেন স্ত্রী মনিকা হাঁসদা।
তবে এত কিছু হয়ে গেলেও, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পাননি তাঁরা। তবে দুপুরে খাওয়ার ফাঁকে কঠিন অসুখে ভুগতে থাকা মেয়ের চিকিৎসার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাহায্যের আর্জি জানিয়েছিলেন বিভীষণ হাঁসদা। সকলের মাঝেই ওইদিন সাহায্যের আশ্বাসও পেয়েছিলেন বিভীষণ হাঁসদা। এমনকি ভোটের বাজারে সে সময় অনেক রাজনৈতিক দলও হাঁসদার মেয়ের চিকিৎসার আশ্বাস দিয়েছিল।
তবে একবছর মিটতে চললেও, সে সব ফিকে। দিল্লির এইমসে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর আশ্বাস মিললেও, কলকাতা পর্যন্ত আসার সুযোগ মেলেনি।