আমপান ঝড়ে বিপুল ক্ষতির শিকার রাজ্যের দুই জেলা– উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা৷ তছনছ হয়ে গেছে অসংখ্য ঘরবাড়ি৷ সরকার থেকে পরিবারপিছু ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে৷ কিন্তু বাস্তবে দুর্গতরা ক্ষতিপূরণের টাকা ঠিকঠাক পেয়েছেন কি? সংবাদপত্রের সমীক্ষায় উঠে এসেছে অন্য চিত্র৷
আমপান ঝড়ে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষতির পর বহু জায়গাতেই প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণের টাকা পাননি৷ তার বদলে যে দল যেখানে কোনও না কোনও স্তরে ক্ষমতায় আছে, তাদের হর্তাকর্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই ঢুকেছিল সেই টাকা৷ এসব ঘটনা প্রকাশ্যে এসে যাওয়ায় জেলাগুলিতে এর আগে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন দুর্গত মানুষ৷ চাপে পড়ে টাকা ফেরৎ দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন নেতারা৷ কিন্তু তাতে কাজের কাজ হয়নি৷
এখনও এই দুই জেলায় দুর্গতদের অনেকেই ক্ষতিপূরণের ২০ হাজার টাকা পাননি৷ কারও কারও আশিংক ক্ষতিপূরণ মিলেছে ৫ হাজার টাকার৷ ফলে অনেকেই ভাঙা বাড়িতে ঝুঁকি নিয়ে বাস করছেন৷ অনেকে কোনও রকমে মাথা গোঁজার ঠাঁই বানাতে মাথায় তুলে নিয়েছেন দেনার বোঝা৷ অথচ ক্ষতিগ্রস্ত না হয়েও ক্ষতিপূরণ পেয়েছিলেন যে সব শাসক বা বিরোধী দলের নেতারা, কেউ কেউ দিলেও তাঁদের সকলে এখনও টাকা ফেরত দেননি৷ চলছে পারস্পরিক দোষারোপের পালা৷ প্রশাসনকেও উদ্যোগী হয়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা যায়নি৷