একুশে বাংলা বিধানসভা নির্বাচনের প্রাক্কালে গোটা বঙ্গ রাজনীতি তোলপাড় হয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রাম প্রচারে গিয়ে পায়ে চোট পাওয়ার প্রসঙ্গ নিয়ে। তিনি চোট পেয়ে প্রায় দুদিন এসএসকেএম হাসপাতালে ভর্তি ছিলেন এবং বর্তমানে স্বয়ংক্রিয় হুইলচেয়ারে করে রাজনীতির সক্রিয় ময়দানে অবতীর্ণ হয়েছেন। এই অবস্থায় আজ অর্থাৎ সোমবার বাঁকুড়া রানিবাঁধের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতার দ্রুত আরোগ্য কামনা করলেন ও সেই সাথে তার চোট নিয়ে বিদ্রুপ করলেন।
রানিবাঁধের জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতার পায়ে চোট লাগার প্রসঙ্গে খোঁচা দিয়ে বলেছেন, "মমতা দিদির পায়ে চোট লেগেছে। তৃণমূল বলছে ষড়যন্ত্র হয়েছে। কমিশন বলছে দুর্ঘটনায় চোট লেগে গেছে। এবার ভগবানই জানেন সত্যিটা কি?" তবে এখানেই থেমে যায়নি স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি রাজ্যজুড়ে বিজেপি কর্মী হত্যার প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেছেন, "বাংলায় কমিউনিস্ট সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গেই মানুষ ভেবেছিল যে রাজনৈতিক হিংসা এবার কমে যাবে। কিন্তু ইতিমধ্যেই রাজ্যজুড়ে বিজেপির ১৩০ কর্মীকে হত্যা করা হয়েছে। মমতা দিদির পায়ে চোট লাগার জন্য সকলে যেমন দুঃখিত, ঠিক তেমন কি বিজেপি নেতা কর্মীর মৃত্যুতে সবার শোকস্তব্ধ হওয়া উচিত না? মৃত কর্মীদের মায়েরা কি চোখের জল ফেলেনি?" এছাড়া এদিন জনসভা থেকে অমিত শাহ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন, আয়ুষ্মান ভারত ইত্যাদি প্রকল্প কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন।