চড়া সুদে ফিক্সড ডিপোজিটের লোভ দেখিয়ে ৩৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। সূত্রের খবর, এই তিন অভিযুক্ত গোখেল রোডের একটি ইঞ্জিনিয়ারিং সংস্থা থেকে টাকা আত্মসাৎ করেন। অভিযুক্তদের মধ্যে একজন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বৌবাজার শাখার প্রাক্তন ম্যানেজার। পুলিশের দাবি এরা সবাই একটি প্রতারণা চক্রের অন্তভুক্ত। এই চক্রের সাথে আরও ব্যাঙ্কের কর্মীদের যোগ আছে বলে মনে করা হচ্ছে।
ধৃতদের নাম কৃষ্ণেন্দু মল্লিক, অরুণ পান্ডে, এবং সম্রাট পাল। এদের বাড়ি যথাক্রমে মুচিপাড়া, সিঁথি এবং উত্তর ২৪ পরগণার হাবড়ায়। অরণ পান্ডেকে গ্রেফতার করা হয় মন্দারমণি থেকে। বাকি দুজনকে তাদের বাড়ি থেকে ধরে পুলিশ। বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র(১২০-বি), জালিয়াতি (৪২০) সহ ফৌজদারি মামল দেওয়া হয়েছে। এই গোটা ব্যাপারটার মাথা অরণ পান্ডে বলে জানিয়েছে পুলিশ। অরুণই সকলের সঙ্গে ষড়যন্ত্র করে এই জাল কাগজ পত্র তৈরি করেন।