একেই সিভিক ভলেন্টিয়ারদের (civic volunteer) নিয়ে অভিযোগের শেষ নেই। কখনও ‘বেআইনিভাবে’ গাড়ির নথিপত্র চাওয়া তো কখনও প্রকাশ্যে ‘দাদাগিরি’ বা কিছুদিন আগেই কলকাতার রাস্তায় মানুষের ‘বুকের উপর পা তুলে দাঁড়িয়ে থাকা’! তবে এবার মালদায় (Malda) প্রকাশ্যে এলো সিভিক ভলেন্টিয়ারদের আরও এক ‘অনন্য কীর্তি’। এবার এলাকায় জুয়ার (gambling) আসর বসানোর অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। যদিও ইতিমধ্যেই অভিযুক্ত পাঁচ সিভিক পুলিশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহন করেছে জেলার পুলিশ প্রশাসন। ১ বছরের জন্য বরখাস্ত (suspend) করা হয়েছে অভিযুক্ত পাঁচ জনকে।
এবিষয়ে স্থানীয় মানুষেরা দাবী করেছেন, জেলার মানিকচকের (Manikchak) নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের খয়েরতলা এলাকায় প্রায়ই বসত জুয়ার আসর। এলাকার মহিলাদের দাবী, সেই খেলায় অংশগ্রহন করে আর্থিক ক্ষতি হচ্ছিল এলাকার পুরুষদের। তাঁদের থেকেই জানা গিয়েছে, অভিযুক্ত পাঁচ সিভিক ভলেন্টিয়ারের ঐ জুয়া খেলার সাথে সরাসরি যোগসাজশ ছিল।
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে মালদা জেলা পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। তাঁরা জানতে পারেন, ঐ পাঁচ সিভিক ভলেন্টিয়ারই জুয়ার মূল উদ্যোক্তা। কর্তব্যরত অবস্থায় এরকম অসামাজিক কাজকর্ম করার জন্য অভিযুক্ত পাঁচ জনকেই ১ বছরের জন্য সাসপেন্ড করেন তাঁরা।