নির্বাচনের আগেই চাঞ্চল্য ভাঙ্গরে। এবারে কাশিপুর থানার তারাহাইদিয়া গ্রামের মাঠপাড়া থেকে ১৮০টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। একটি গোপন সূত্রে খবর পাওয়ার পরে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ বোমা উদ্ধার করেছে কাশিপুর থানার পুলিশ। বারুইপুরের ডিএসপি তমাল সরকারের নেতৃত্বে পুলিশ এই বোমা গুলি উদ্ধার করেছে। ইতিমধ্যেই বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি ড্রামের মধ্য থেকে এই বোম্ব উদ্ধার হয়েছে।
জানা যাচ্ছে, একটি বাঁশবাগানে এই সমস্ত ড্রাম রাখা ছিল। এই এত সংখ্যক বোম উদ্ধারের পরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে কয়েকজন সন্দেহভাজনের নাম উঠে আসছে। অন্যান্য এলাকায় তল্লাশি করা হচ্ছে তাদের নিয়ে। অন্যদিকে এই ঘটনার পর শাসক এবং বিরোধীদের মধ্যে তরজা শুরু হয়ে গেছে। বিজেপি অভিযোগ করেছে তৃণমূলের দিকে। অন্যদিকে এই অভিযোগ সম্পূর্ণ রূপে নাকচ করে দিয়ে তৃণমূল এই অভিযোগ তুলেছে আব্বাস সিদ্দিকী দল আইএসএফ এর দিকে। তবে নির্বাচনের ঠিক আগে ২০০ তাজা বোমা উদ্ধার হওয়া নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরে।