আবারও হোক আলোচনা। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে এমনই আর্জি জানাল নয়া কৃষি আইনের প্রতিবাদী কৃষক সংগঠনগুলি। তাঁরা কৃষক আইন নিয়ে সরকারের সঙ্গে ফের আলোচনায় বসতে চায়, এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Narendra Modi) চিঠি দিল সংযুক্ত কিষাণ মোর্চা। তাঁদের হুঁশিয়ারি, এই আলোচনা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে সদার্থক জবাব না মিললে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে।
শুক্রবার প্রধানমন্ত্রীকে লেথা চিঠিতে আন্দোলনকারী কৃষকরা জানিয়েছেন, “বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের সরকারের মাথা আপনি। তাই কৃষকদের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর দায়িত্ব আপনার হাতেই আছে।”
উল্লেখ্য, ইতিপূর্বে বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে কেন্দ্রীয় সরকার এবং কৃষকদের মধ্যে ১১ দফা আলোচনা হয়েছে। গত ৪ মাস ধরে স্থগিত রয়েছে আলোচনা। এখনও নিজেদের দাবিতে অনড় কৃষক সংগঠনগুলি। করোনার দ্বিতীয় ওয়েভেও ভাটা পড়েনি প্রতিবাদে। দিল্লির সিংঘু, গাজিয়াবাদ, তিখড়ি, ধানসা ও শাহজাহানপুরে প্রতিবাদ করছেন কৃষকরা।
এই চিঠির বিষয়ে কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের এক আধিকারিক জানান, "সরকার সবসময়েই কৃষকদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী সংসদের ভিতরে এবং বাইরে, দুই জায়গাতেই এই কথা বারবার জানিয়েছেন।" প্রসঙ্গত, আগামী ২৬ মে কৃষক আন্দোলনের (Farmer’s Protest) বয়স হবে ছ’মাস। ওই দিন দেশজুড়ে ‘কালা দিবস’ (Black Day) পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা।