রবিবার সম্পন্ন হল উত্তরপ্রদেশে পঞ্চম দফার নির্বাচনী প্রক্রিয়া (Uttar Pradesh Assembly Election 2022)। এরই মাঝে গোরখপুরের চৌরি-চৌরা’য় একটি জনসমাবেশে অংশগ্রহণ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) জানালেন, সেরাজ্যের প্রতিটি পরিবারের অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি-সহ কর্মসংস্থান জোগানোর পরিকল্পনা করেছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি (BJP)।
যোগী বলেন, “আমরা পরিকল্পনা করেছি, আগামী পাঁচ বছরে উত্তর প্রদেশের প্রতিটা পরিবার থেকে অন্তত একজন সদস্যকে সরকারি চাকরি, কর্মসংস্থান অথবা আত্ম-কর্মসংস্থান প্রদান করবে”। ভোটের মুখে তাঁর নির্বাচনী প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
উল্লেখ্য, সাত দফার মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হয়েছে পাঁচ দফার। পঞ্চম দফায় অয়োধ্যা, সুলতানপুর, চিত্রকূট, প্রতাপগড়, কৌশাম্ভি, প্রয়াগরাজ, বারাবাকি, বাহারাইচ, শ্রাবস্তি, গোণ্ডা, আমেথি এবং রায়বারেলিতে চলেছে ভোটগ্রহণ প্রক্রিয়া। আগামী ৩ মার্চ এবং ৭ মার্চ হবে বাকি দুই দফার নির্বাচন। ১০ মার্চ ঘোষণা হবে উত্তরপ্রদেশ নির্বাচনের ফলাফল।