জাতিসংঘে (United Nations) ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি (T.S.Tirumurti) গ্লোবাল কাউন্টার টেররিজম কাউন্সিলের (Global Counter Terrorism Council) আন্তর্জাতিক কাউন্টার টেরোরিজম কনফারেন্সে বক্তৃতা দিয়েছেন। বর্তমানে "ধর্মভীতির" উত্থান, বিশেষ করে হিন্দু, বৌদ্ধ এবং শিখদের বিরুদ্ধে, একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এই জাতীয় বিষয়ে আলোচনায় ভারসাম্য আনতে খ্রিস্টানফোবিয়া, ইসলামফোবিয়া এবং ইহুদি-বিদ্বেষের মতোই এটিকে স্বীকৃতি দেওয়া দরকার, একথায় মঙ্গলবার জাতিসংঘ জানিয়েছে ভারত।
গত ১৮ই জানুয়ারী গ্লোবাল কাউন্টার টেরোরিজম কাউন্সিলের আন্তর্জাতিক কাউন্টার টেরোরিজম কনফারেন্সে বক্তৃতা দেওয়ার সময়, জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টিএস তিরুমূর্তি বলেছেন, “গত দুই বছরে, বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র, তাদের রাজনৈতিক, ধর্মীয় এবং অন্যান্য অনুপ্রেরণা দ্বারা চালিত হয়েছে। জাতিগত এবং জাতিগতভাবে অনুপ্রাণিত সহিংস চরমপন্থা, সহিংস জাতীয়তাবাদ, ডানপন্থী চরমপন্থা বিভাগেও সন্ত্রাসবাদের নামকরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়টিকেই "উদীয়মান হুমকি" হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "এটি মূলত সন্ত্রাসবাদের জন্য সহায়ক সন্ত্রাসবাদ এবং সহিংস চরমপন্থাকে শ্রেণীবদ্ধ করার একটি পদক্ষেপ।"
এছাড়াও তিনি বলেন, "বিশেষ করে হিন্দু-বিরোধী, বৌদ্ধ-বিরোধী এবং শিখ-বিরোধী ফোবিয়া একটি গুরুতর উদ্বেগের বিষয় এবং এর মোকাবিলায় জাতিসংঘ এবং সমস্ত সদস্য রাষ্ট্রের মনোযোগ প্রয়োজন।" গত দুই দশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যথেষ্ট অগ্রগতি হয়েছে কিন্তু বর্তমানে আমরা তাদের পরিসর এবং বৈচিত্র্যের পাশাপাশি ভৌগোলিক স্থান উভয় ক্ষেত্রেই সন্ত্রাসী কার্যকলাপের পুনরুত্থান প্রত্যক্ষ করছি।