UGC মান্যতা ছাড়াই দেশে চলছে একাধিক বিশ্ববিদ্যালয়। যাদের কোনো এক্তিয়ার নেই ডিগ্রি দেওয়ার। এমনকি সেই ডিগ্রির কোনো মান্যতাও থাকার কথা নয়। এমনই ২৪ টি জালি বিশ্ববিদ্যালয়ের লিস্ট দিলো UGC। ইউজিসির তরফে জানানো হয়েছে যাতে শিক্ষার্থীরা বিভ্রান্ত না হন সেই কারণেই এই তালিকা প্রকাশ করেছে তারা।
ইউজিসি আইন পরিপন্থী এই চব্বিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ টি রয়েছে উত্তরপ্রদেশে। ৭ টি দিল্লিতে। কলকাতাতেও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন ও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অলটারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ কলকাতা নামের দুটি জালি বিশ্ববিদ্যালয়ের আছে। এছাড়া ওড়িশায় দুটি এবং কর্নাটক, কেরালা, পুদুচেরি(পন্ডিচেরি), অন্ধ্র প্রদেশ ও মহারাষ্ট্রে একটি করে এমন বিশ্ববিদ্যালয় আছে।