২১ নভেম্বর, ২০২৪
দেশ

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নাম পাল্টে করা হোক নীরজ চোপড়ার নামে, দাবি TMC-র

গত ৭৫ বছরে এই উচ্চতায় কোনও অ্যাথলিট পৌছতে পারেননি, তাই নীরজকে যোগ্য সম্মান দেওয়া হোক : TMC

রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi, PM)। 'খেলরত্ন'-এর নাম বদলে গোটা ভারত জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান ইতিমধ্যেই কটাক্ষের সুরে ট্যুইট করে বলেছেন, "এই পরিবর্তনকে স্বাগত জানাচ্ছি। কোনও পুরস্কারের আগে কোনও পুরুষ বা মহিলা ক্রীড়াবিদের নাম যোগ হওয়াটা সেই ক্রীড়াবিদকে স্বীকৃতি দেওয়া। তাঁকে সম্মানিত করা। তবে আশা করি খেলাধূলায় আরও অনেক কিছুই শুরু হবে।আশা করি ভবিষ্যতে স্পোর্টস স্টেডিয়ামগুলোর নামও ক্রীড়াবিদদের নামেই হবে।"

অন্যদিকে ধ্রব রাঠি বলেছিলেন, "রাজীব গান্ধী খেলরত্ন হয়েছে মেজর ধ্যান চাঁদ খেলরত্ন। অসাধারণ সিদ্ধান্ত মোদী সরকারের। আশা করছি, নরেন্দ্র মোদী স্টেডিয়াম ও জেটলি স্টেডিয়ামেরও নামবদল হবে। সমস্ত রাজনীতিবিদদের নাম সরিয়ে দেওয়া হোক।"

বিরোধীদেরও দাবি ছিল, "গুজরাটে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের নামও দেওয়া হোক ক্রীড়াবিদের নামে।" তবে এবার তৃণমূলের দাবি, আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পাল্টে করা হোক নীরজ চোপড়ার নামে। শাসকদলের দাবি, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই দৃষ্টান্ত অনুসরণ করে এবার প্রধানমন্ত্রীর নিজের নামের স্টেডিয়ামটির নামও নরেন্দ্র মোদি (Narendra Modi) স্টেডিয়াম থেকে নীরজ চোপড়া স্টেডিয়াম করা হোক।

এ বিষয়ে শনিবার তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার মুখ্যসচেতক সুখেন্দুশেখর রায় বলেন, "আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম পাল্টে নীরজ চোপড়া স্টেডিয়াম করা হোক। স্বাধীনতার পর এই প্রথম অলিম্পিক (Tokyo Olympics) অ্যাথলেটিক্সে সোনা পেল ভারত। গত ৭৫ বছরে এই উচ্চতায় কোনও অ্যাথলিট পৌছতে পারেননি। তাঁর নামে মোতেরার স্টেডিয়ামের নাম করলে তাঁকে যোগ্য সম্মান দেওয়া হবে। আর এখন তো নাম পালটানোর যুগ, সুতরাং এটা মানানসইও হবে।"

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৫ জুন

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানালেন শুভেচ্ছা নুসরত জাহান

Vote nusrat
৪ জুন

এক নজরে দেখে নিন ২০২৪ লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে জিতলেন কোন কোন তারকারা

Celeb win vote
১৬ মার্চ

হুগলি থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন টলি তারকা রচনা বন্দ্যোপাধ্যায়

Rachana 1
২৩ ফেব্রুয়ারি

বাংলা থেকে আসন্ন লোকসভা ভোটের প্রচার শুরু করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Narendra Modi
১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১৩ জানুয়ারি

ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন এবং হেমাটোলজির চিকিৎসকরা মদন মিত্রকে দেখছেন

Madan mitra white
১২ জানুয়ারি

সকলকে স্বামীজির মতাদর্শ মেনে চলার পরামর্শ অভিষেকের

Abhishek Swami ji
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
৩১ আগস্ট

রাখি বন্ধনের দিন ‘জলসা’য় পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী

Mamata Amitabh house
২২ আগস্ট

পুরোহিতদেরও মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হয়েছে

Mamata Banerjee smilee
২০ আগস্ট

যাদবপুর-সহ নানা বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও, কোনও উত্তর দেননি ডায়মন্ডহারবারের সাংসদ

Abhisekh White sit boom
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child