আবার অশান্ত জম্মু কাশ্মীর। এবার কুপওয়ারা জেলা। গতকাল গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি র লড়াইয়ে শহীদ হয়েছেন এক ক্যাপ্টেন সহ তিনজন সেনা জওয়ান এবং সুদীপ সরকার নামে একজন কনস্টেবল। মৃত্যু হয়েছে ৩ জঙ্গির।
সূত্রের খবর, রাত দেড়টা নাগাদ কুপওয়ারা জেলার মাছিল সেক্টরে জঙ্গিদের গতিবিধি নজরে আসে ভারতীয় সেনাবাহিনীর। শুরু হয় গুলির লড়াই। ৩ জন জঙ্গি প্রাণ হারালেও মৃত্যু হয় একজন বিএসএফ কনস্টেবলের। আজ সকাল সাড়ে ১০ টা নাগাদ আবার দুপক্ষের মধ্যে চলে গুলির লড়াই। এতে শহীদ হয়েছেন ৩ জওয়ান এবং আহত হয়েছেন ২ জন।
প্রতিরক্ষা মুখপাত্রের তরফে জানানো হয়েছে, এলাকার ওপর কড়া নজর রাখা হচ্ছে। ভারতীয় সেনার তরফে আরও জওয়ান পাঠানো হয়েছে।