২৩ নভেম্বর, ২০২৪
দেশ

সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ বৃদ্ধি প্রায় ২৮৬ শতাংশ, সব টাকা কালো নয় দাবি কেন্দ্রের

সুইস ব্যাঙ্কে বাংলাদেশিদেরও কমেনি টাকা পাচার
Money india rupees Bengali News
প্রতীকী ছবি
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ২০ জুন ২০২১
শেষ আপডেট: ২০ জুন ২০২১ ১০:২৪

গত এক বছরে সুইস ব্যাঙ্কে (Swiss Bank) ভারতীয়দের গচ্ছিত অর্থের পরিমাণ বেড়ে গিয়েছে। সেই গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ২০,৭০০ কোটি। যা গত ১৩ বছরে সর্বোচ্চ বলে জানা গেছে। এ নিয়ে কেন্দ্র সরকার ফের বাড়তি চাপের মধ্যে। দিন কয়েক এ নিয়ে বিস্তর জলঘোলার পর কার্যত বাধ্য হয়ে কেন্দ্রের তরফে জানানো হয়েছে সুইস ব্যাঙ্কে বাড়তি জমা হওয়া টাকার সঙ্গে কালো টাকা জমার বৃদ্ধির কোন সম্পর্ক নেই।

উল্লেখ্য, ক্ষমতায় আসার আগে মোদী সরকারের দাবি ছিল বিদেশে গচ্ছিত কালো টাকা দেশে ফিরিয়ে আনতে হবে। কিন্তু বিরোধীদের কাছে এ নিয়ে মুখ পুড়েছে মোদী সরকারের। এমন অবস্থায় গত এক বছরে সুইস ব্যাঙ্কে রেকর্ড টাকা জমা পড়ায় প্রশ্ন উঠেছে সব মহলে। জানা গেছে ২০১৮ ও ২০১৯ সালে সুইস ব্যাঙ্কে টাকা জমার পরিমাণ তুলনামূলক ভাবে কমছিল, তবে ২০২০ সালে সেই বৃদ্ধির পরিমাণ প্রায় ২৮৬ শতাংশ। এমন অবস্থায় কেন্দ্র সরকার বাড়তি চাপে পড়ে সাফাই দিয়েছে যে সুইস ব্যাঙ্কে জমা পড়া বাড়তি টাকার সঙ্গে কালো টাকা জমা পড়ার কোন সম্পর্ক নেই। ইতিমধ্যেই ভারত ও সুইজারল্যাণ্ডের মধ্যে কর ফাঁকি সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ফলে খুব শীঘ্রই সেই তথ্য হাতে আসবে। তখন বোঝা যাবে এ টাকার প্রকৃত উৎস কী। তবে কেন্দ্র সরকার আরও জানিয়েছে এ টাকা ব্যবসায়িক কারণে ভারতীয় সংস্থা গুলি বাড়াতে পারে। আসল কারণ জানতে সুইস ব্যাঙ্কের কাছে ইতিমধ্যেই তথ্য চাওয়া হয়েছে বলে খবর।

অন্যদিকে ভারতের প্রতিবেশি দেশ বাংলাদেশেও (Bangladesh) সুইস ব্যাঙ্কে গচ্ছিত রাখার পরিমাণ বেড়েছে। সুইজারল্যাণ্ডের বিভিন্ন ব্যাঙ্কে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে প্রায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৪০০ কোটি জমা রয়েছে বলে সূত্রে খবর। উল্লেখ্য, বাংলাদেশের মানুষের টাকা সুইস ব্যাঙ্কে সুরক্ষিত থাকবে সেই ভরসায় টাকা পাচারের ঘটনা ইদানিং বেড়েছে। পাশাপাশি এইসব টাকার যে সবটাই অবৈধ তা মনে করছেন না একাংশ। তাঁদের দাবি বাংলাদেশের বিভিন্ন নাগরিক যাঁরা দেশের বাইরে থাকেন, এ টাকার একটা অংশ তাঁদের হতে পারে। বৈধ কিংবা অবৈধ টাকা গচ্ছিত রাখতে সুইজারল্যাণ্ডের বিভিন্ন ব্যাঙ্ক বিশ্বের কাছে বেশ জনপ্রিয়। সেই মোতাবেক বাংলাদেশের বিভিন্ন প্রভাবশালী সেই পথ বেছে নিয়েছেন বলে দাবি ওয়াকিবহাল মহলের।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

৩০ সেপ্টেম্বর

দুমড়ে গিয়েছে তাঁর গাড়ি

tanjin Tisha
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
২০ আগস্ট

অভিনেত্রী পরীমণি হাসপাতালে ভর্তি, সেলাই পড়েছে রাজের মাথাতেও

Porimoni haldi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
৪ আগস্ট

কলকাতায় এসে নন্দন চত্বর থেকে ফোন হারিয়ে যায় শরীফুল রাজের

Porimoni 1
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
২৬ জুলাই

শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর, শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই : অপু বিশ্বাস

Shakib Khan
১১ জুলাই

বাংলাদেশের চলচ্চিত্র জগতে নিঃসন্দেহে এটি খুশির খবর

Bubly
১৪ জুন

স্বামীর পরকীয়ার জন্যই বিচ্ছেদের পথে হাঁটলেন পরীমনি

Porimoni 1
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৭ এপ্রিল

ম্যাকবেথের অনুকরণে নির্মিত রাজর্ষি দের ছবি 'মায়া', মুক্তি পেল প্রথম গান

Srijit Mukherjee 1