একটি অদ্ভুত ঘটনাতে এদিন মধ্যপ্রদেশের একটি ফ্যাক্টরি থেকে একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। ওই মধ্যপ্রদেশের ফ্যাক্টরিতে ট্যালকম পাউডারের মত বিভিন্ন ধরনের অপাচ্য জিনিস শিশুদের জন্য তৈরি ক্যান্ডি লজেন্স এবং ললিপপের মত জিনিসে মিশিয়ে দেওয়া হচ্ছিল। খাদ্য এবং ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দপ্তর মধ্যপ্রদেশের পলদা অঞ্চলের ওই ফ্যাক্টরিতে রেইড করে এই কারবারের ব্যাপারে জানতে পারে। ধরপাকড়ের সময় FDA ৯০০০ কিলোগ্রামের বেশি লজেন্স এবং ললিপপ বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে ৪,২০০ কিলোগ্রামের ললিপপ এবং ৫,৬০০ কিলোগ্রামের লজেন্স ছিল। ।
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, উদ্যোগ নগরে KS ইন্ডাস্ট্রি তে রেইড করে পুলিশ উদ্ধার করেছে, সেখানে বেশ কিছু অসংগতি ছিল। অনেক লজেন্স এবং ললিপপ অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছিল। পাশাপাশি লেভেলিং আইন-কানুন এবং আরো ম্যানুফ্যাকচারিং ইউনিট এর সঙ্গে হস্তক্ষেপ করা হয়েছিল সেই কারখানায়। এ ঘটনায় ইন্দোরের অ্যাডিশনাল কালেক্টর অভয় বেদেকর জানিয়েছেন, একটি বস্তার মধ্যে সাদা রঙের পাউডার মত জিনিস পাওয়া গিয়েছে। পরীক্ষা করার পরে জানা গিয়েছে, সেটি আদতে ট্যালকম পাউডার, যা শিশুদের জন্য তৈরি করা ললিপপ এবং লজেন্সে মিশিয়ে দেওয়া হচ্ছিল।