পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এদের একেবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল শীর্ষ আদালতের তরফে। রাজ্যে অবাধ এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য এবং বিরোধী দলের নেতাদের নিরাপত্তা নিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী পুনিত কৌর ধান্দা। এদিন এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
সোমবার বিচারপতি অশোক ভূষণ, হেমন্ত গুপ্ত এবং সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ এই ঘোষণা করেছে। আইনজীবী দাবি করেছিলেন, যে রাজ্যে হিন্দুদের ভোট দিয়ে দেওয়া হয় না, সেই এ রাজ্যে বহু ভুয়া ভোটার রয়েছে। তাই এই সমস্ত ভোটার নিয়ে নির্বাচন কমিশনকে সবিস্তারে রিপোর্ট জমা দেওয়ার আরজি জানিয়ে ছিলেন আইনজীবী। কিন্তু আদালতের তরফে এদিন এই মামলা সম্পূর্ণরূপে খারিজ করে দেওয়া হয়। পাশাপাশি ওই আইনজীবীকে আদালতের দরজা থেকে সরে গিয়ে অন্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়।