রবিবার রাতে দলের নবনিযুক্ত সম্পাদক এবং দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র ভাবে বিঁধলেন সোনিয়া গান্ধী। কৃষিবিল আইন থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন, সবকিছু নিয়েই প্রধানমন্ত্রীকে তীব্র ভাবে সমালোচনা করলেন তিনি। সোনিয়া গান্ধী বলেন দলিতদের ওপর অত্যাচার নেমে আসছে বারবার অথচ বিজেপি সরকার অপরাধীদের কঠোরতম শাস্তি না দিয়ে তাদের আশ্রয় দিচ্ছে।
তিনি জানান, যে এই করোনা পরিস্থিতি যারা ছোট চাষী, ভাগ চাষী অথবা যারা ছোটখাট ব্যবসা করে তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে অতি বিপন্ন। কিন্তু দেশের সরকার যদি পরিকল্পনামাফিক কাজ করতো তাহলে এই মানুষগুলোর এই অবস্থা হতনা। সোনিয়া গান্ধী আরও বলেন, করোনা মোকাবিলার ক্ষেত্রেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না প্রধানমন্ত্রী। ভাবলেশহীন হয়ে রয়েছেন। অন্যদিকে জিডিপি পতন, বেকারত্ব, জিএসটি সবকিছু নিয়েই কেন্দ্রীয় সরকারকে একহাত নেন সোনিয়া। রবিবারের ভার্চুয়াল মিটিং থেকে সোনিয়া গান্ধী জানান যে এই বিজেপি সরকারের বিরুদ্ধে একজোট হয়ে কংগ্রেসকে লড়তে হবে। নারী নির্যাতন, গরীব চাষি, দলিতদের জন্য আন্দোলনে নামবে কংগ্রেস।