একেই করোনার কবলে জেরবার গোটা দেশ তথা বিশ্ব। এরই মাঝে শিগেলা ব্যাকটিরিয়ার সংক্রমণে আতঙ্কিত কেরালাবাসী। কোঝিকোড়ে এদিন ১১ বছরের এক কিশোর প্রাণ হারায় এবং আরও জনা বিশেক বাসিন্দার ওই রোগের উপসর্গ দেখা দিয়েছে। চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে।
শিগেলা ব্যাকটিরিয়ার থেকে জাত শিগেলোসিস নামক এই সংক্রামক ব্যাধিতে পেটব্যথা, ডায়রিয়া, জ্বর ও বমি-ভাব এগুলোই প্রাথমিক উপসর্গ হিসেবে দেখা যায়। ওই কিশোরের সংস্পর্শে আসা কুড়ি জন আপাতত এই উপসর্গগুলি নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন মূলত খাবার ও জল থেকে এটি ছড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজার উদ্যোগে গড়া হবে স্বাস্থ্য শিবির এবং সমস্ত জলাশয় ক্লোরিনেশনের ব্যবস্থা হয়েছে। জলনিকাশের অব্যাবস্থার দরুন এই ব্যাকটিরিয়া আগেও ছড়িয়েছে। কোঝিকোড় ও তৎসংলগ্ন এলাকায় প্রতিটি রোগীকে শীঘ্রই পরীক্ষা করে রিপোর্ট চেয়েছে স্বাস্থ্য দফতর।