সম্প্রতি করোনা ভাইরাস প্যানডেমিক পরিস্থিতিতে গোটা বিশ্বের মানুষ তাদের সাধারণ জীবনযাপন থেকে দূরে আছে। তবে নতুন বছরের শুরুতে ভারতে ইতিমধ্যেই দুটি করোনার ভ্যাকসিন চলে আসায় অনেকটাই স্বস্তি পেয়েছি সাধারণ মানুষ। তবে এখন সম্প্রতি শুধুমাত্র ফ্রন্টলাইন কোভিড যোদ্ধাদের টিকাকরন করা হচ্ছে। তবে এর মাঝেই আবার খুশির খবর শোনালে সেরাম ইনস্টিটিউট। সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালা জানিয়েছেন, খুব শীঘ্রই ভারতের বাজারে আরো একটি করোনার টিকা আসতে চলেছে। এই ভ্যাকসিনটি জুন মাস নাগাদ ভারতের বাজারে চলে আসবে। ভ্যাকসিনটির নাম হল কোভোভ্যাক্স। এই টিকার ট্রায়াল ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারতে।
আজ অর্থাৎ শনিবার দুপুরে সেরাম ইনস্টিটিউটের কর্তা আদর পুনাওয়ালা ট্যুইট করে জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউট ও মার্কিন সংস্থা নোভোভ্যাক্স একসাথে এই ভ্যাকসিন বানিয়েছে। এতদিনে ব্রিটেনে ট্রায়ালে এই ভ্যাকসিন খুব ভালো ফল দিয়েছে। ভ্যাকসিনের কার্যকারিতা ৮৯.৩ শতাংশ। সেই সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করে দিয়েছেন যে ভারতে আরো ভ্যাকসিনকে ছাড়পত্র দেয়া হবে। সেই অনুযায়ী সেরাম কর্তা আশা রাখছেন যে চলতি বছরের জুন মাসের মধ্যেই টিকা ভারতের বাজারে চলে আসবে।