এবারে সৌদি আরব; ভারতে বাড়তে থাকা চাহিদাকে মাথায় রেখে ভারতের পাশে দাঁড়ানোর পরিকল্পনা নিয়েছে। তারা ভারতে ৮০ মেট্রিক টন লিকুইড অক্সিজেন সরবরাহ করবে। বর্তমানে ভারতের পরিস্থিতি অত্যন্ত খারাপ করোনা ভাইরাসের জন্য। প্রায় প্রত্যেক দিন বহু মানুষ করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে ভারতে অক্সিজেন এর চাহিদা মাথাচাড়া দিয়ে উঠেছে। তবে ভারতে সেরকম ভাবে অক্সিজেন তৈরি করা হয় না এই ভারতকে এখন অন্য দেশে থেকে সাহায্য নিতে হবেই। এই পরিস্থিতিতে ভারতের পাশে এসে দাঁড়িয়েছে সৌদি আরব।।সৌদি আরব থেকে প্রচুর পরিমাণ অক্সিজেন ভারতের সাপ্লাই করা হবে বলে জানা যাচ্ছে।
ভারতের তরফ থেকে আদনি গ্রুপ এবং লিন্ডে কোম্পানি এই অক্সিজেন সরবরাহের কাজ করবে। অন্যদিকে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ট্যুইট করে জানিয়েছেন, "ধন্যবাদ ভারত রিয়াধ ইএমবি, ভারতে অক্সিজেন সরবরাহ করার জন্য। ৮০ টন লিকুইড অক্সিজেন নিয়ে চারটি ক্রায়োজেনিক ট্যাংক ইতিমধ্যেই দামাম থেকে মুন্দ্রার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে।
শুধু সৌদি আরব নয়, রাশিয়া, সিঙ্গাপুর থেকেও ভারতে অক্সিজেন পাঠানো হচ্ছে। রাশিয়া থেকে শুধুমাত্র অক্সিজেন নয়, আরো অনেক জিনিস ভারতে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে। জানানো হচ্ছে অক্সিজেনের সাথে সাথেই অক্সিজেন জেনারেটর এবং কনসেনট্রেটর আসতে চলেছে ভারতে। রাশিয়ার ইচ্ছে ছিল, করোনা রোধ করার জন্য প্রধান ওষুধ রেমেদিভিসির ভারতে নিয়ে আসা। এমনকি আমেরিকার তরফ থেকেও সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে ভারতকে। দুই দেশের সুরক্ষা উপদেষ্টা, ভারতের অজিত দোভাল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাক সুলিভান এরমধ্যে বৈঠকের পর মনে করা হচ্ছে এবার আমেরিকা-ভারতের পাশে দাঁড়ানোর জন্য পাঠাবে অক্সিজেন সিলিন্ডার। তার পাশাপাশি এই সাপ্লাইয়ের সাথেই থাকতে চলেছে করোনা ভ্যাকসিন তৈরি করার সমস্ত ধরনের সরঞ্জাম।