একুশে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। তারই মধ্যে আজ মঙ্গলবার বাণী বন্দনায় মাতোয়ারা গোটা বাংলা। কিন্তু এমন দিনে সাতসকালে অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাড়িতে হাজির হলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। নির্বাচন প্রাক্কালে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবতের আগমন বঙ্গ রাজনীতিতে ফের জল্পনা সৃষ্টি করেছে। সবার মনে একটাই প্রশ্ন তাহলে কি এবার বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী গেরুয়া শিবিরে তার নাম লেখাবে?
আজ সকাল ৯ টা নাগাদ মিঠুন চক্রবর্তীর মুম্বাইয়ের বাসভবনে পৌঁছান মোহন ভাগবত। সেখানে দুজনের দীর্ঘক্ষন রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে কী আলোচনা হয়েছে তার নিয়ে কিছু বলতে চাইনি আরএসএস প্রধান। মিঠুন চক্রবর্তী জানিয়েছেন যে ওনার সঙ্গে আমার আধ্যাত্মিক আলোচনা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস সাংসদ পদ থেকে ২০১৬ সালে মিঠুন চক্রবর্তী পদত্যাগ করেছিলেন। তার আগে তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। স্বাস্থ্যজনিত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছিলেন। তবে তারপর ২০১৯ সালে অক্টোবর মাসে তাকে আরএসএস সদর দপ্তর নাগপুরে দেখা গিয়েছিল। তারপর ঠিক বিধানসভা ভোটের প্রাক্কালে আরএসএস প্রধানের তার বাড়িতে যাওয়াটা হয়তো মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদানকে ইঙ্গিত করছে।