গত রাতেই গাজীপুর সীমান্ত থেকে আন্দোলনকারী কৃষকদের সরে যেতে নির্দেশ দেয় উত্তরপ্রদেশ সরকার। উচ্ছেদের জন্য মোতায়েন করা হয় ব্যপক সংখ্যক পুলিশ। কিন্তু ভারতীয় কিষাণ ইউনিয়নের নেতা রাকেশ তিকাইতের আবেগতাড়িত ভাষণ ও কান্নার সামনে নত হল পুলিশও। একইসাথে গাজীপুরে নতুন করে জড়ো হয়েছে আরও বিপুল সংখ্যক কৃষক। স্বভাবতই আরও জোরদার হল এই আন্দোলন।
রাকেশ তিকাইতের ভাই নরেশও জানান এই আন্দোলন শিথিল হয়ে যাবে রাতের মধ্যেই এবং ইতিমধ্যেই অনেকে ফিরে যেতে শুরু করেছেন। এর পরই আন্দোলন এমন মোড় নেবে, তা অভাবিতই ছিল। কৃষকদের গাজীপুর থেকে হটানোর জন্য সিএপিএফ, পিএসি ও হাজার হাজার পুলিশ মোতায়েন হয়, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করারও অভিযোগ ওঠে। কিষাণ নেতা রাকেশ স্পষ্ট তার ভাষণে জানান, এই আন্দোলন ততদিন চলবেই যতদিন না আইন প্রত্যাহার হয়। যোগীর পুলিশ সক্রিয় হলে এই মাটিতেই আত্মহত্যা করবেন বলে জানান তিনি। আবেগ ধরে রাখতে না পেরে জমায়েত হয় আরও কৃষক, সরে যায় বিশাল পুলিশবাহিনী। ঘন ঘন আন্দোলন স্থল থেকে রব ওঠে "জয় জওয়ান, জয় কিষান!"