করোনা ভ্যাকসিন নিয়ে এবার আশার আলো, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার পর আরও এক বিদেশি ফর্মুলা ব্যবহার করে করোনা টিকা (Corona vaccine) উৎপাদিত হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, চলতি বছরের আগস্ট মাস থেকে রুশ করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি (Sputnik V) এবার ভারতেই তৈরি হবে। তবে এ মাসের মধ্যে স্পুটনিক ভি-র আরও ৩০ লক্ষ ডোজ এসে পৌঁছবে দেশে। এর আগে ১ মে দেড় লক্ষ ডোজ পাঠিয়েছিল রাশিয়া।
এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, রাশিয়ায় (Russia) নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ডি বালা ভেঙ্কটেশ বর্মা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, 'তিন দফায় ভারতে তৈরি হবে স্পুটনিক ভি। রুশ সংস্থার তরফে ভারতের যে সংস্থা টিকা উৎপাদনের কাজে করবে, তাঁদের ফরমুলা দিয়ে দেওয়া হবে। প্রযুক্তির পাশাপাশি অন্যান্য সামগ্রী দিয়েও সাহায্য করবে রাশিয়া। এমনও হতে পারে প্রায় তৈরি টিকাই রাশিয়া পাঠাবে ভারতে।
এরপর ভায়ালে ভরে তা বিভিন্ন জায়গায় সরবরাহের দায়িত্ব সম্পূর্ণ ভারতের। এভাবেই একাধিক ধাপে ভারত স্পুটনিক ভি দেশীয় উপায়ে তৈরি করবে। ঠিক হয়েছে, এভাবে দেশে স্পুটনিক ভি-র ৮৫০ মিলিয়ন ডোজ তৈরি হবে প্রাথমিকভাবে। অগাস্ট থেকে কাজ শুরু হতে চলেছে।'
বর্মা বলেন, ‘স্পুটনিক-ভি'র ১.৫ লাখ এবং ৬০,০০০ ডোজ ভারতে পাঠানো হয়েছে। মে মাসের শেষের মধ্যে একলপ্তে ৩০ লাখ ডোজ পাঠানো হবে। সেগুলি ভারতে ভরতি করা হবে। জুনে তা বেড়ে দাঁড়াবে ৫০ লাখ এবং অগস্ট থেকে ভারতেই স্পুটনিক-ভি'র উৎপাদন শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।’