একে পেট্রোল-ডিজেলের দামে আমজনতার মাথায় হাত, হাজার আন্দোলনের পরেই নেই শান্তি। তবে এবার দামবৃদ্ধির প্রতিবাদে অভিনব পদক্ষেপ হরিয়ানার খাপ পঞ্চায়েত নেতাদের। খাপ পঞ্চায়েতের বৈঠকে তাঁরা সাফ জানিয়ে দিয়েছেন, "পেট্রলের দামবৃদ্ধির পালটা দুধের মূল্য বৃদ্ধি করা হচ্ছে। সরকারি কো-অপারেটিভ সোসাইটির কাছে প্রতি লিটার ১০০ টাকায় দুধ বিক্রি করবেন বিক্রেতারা।"
একদিকে শহরে পেট্রলের দাম ছাড়িয়েছে একশোর গণ্ডি। তার উপরেই ১০০ টাকা প্রতি লিটারে দুধে ঘাম ছুটবে সাধারণ মানুষের। শনিবার হরিয়ানার হিসারে খাপ পঞ্চায়েতের বৈঠক ছিল। সেখানেই এই সিদ্ধান্ত নিয়ে আরও বলা হয়, "১০০ টাকা প্রতি লিটারে দুধ বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আমরা দুধবিক্রেতাদের কাছে আর্জি জানাচ্ছি যাতে তাঁরা একই দরে সরকারি কো অপারেটিভ সোসাইটিগুলির কাছে দুধ বিক্রি করেন।”
তবে এবার এমন উদ্যোগকে খোঁচা দিয়েই কংগ্রেসের মন্তব্য "পেট্রল বা রান্নার গ্যাস কি মরশুমি ফল যে মরশুম বদলালেই দাম কমবে?"