নির্বাচন বড় বালাই! বিধানসভা ও লোকসভার উপনির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপি। এদিকে সামনের বছরেই আসছে উত্তরপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচন। ক্রমাগত পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধিতে ত্রাহি ত্রাহি অবস্থা আমজনতার। এখন পেট্রোল ডিজেলের দাম না কমলে ফের নির্বাচনে ধাক্কা খাওয়ার সম্ভাবনা বিজেপির। তাই অবশেষে পেট্রোল ডিজেলের দাম কমানোর সিদ্ধান্ত নিল মোদী সরকার।
সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার পেট্রোলে লিটার প্রতি ৫ টাকা এবং ডিজেলে লিটার প্রতি ১০ টাকা হারে উৎপাদন শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এরফলে অনেকটাই কমছে পেট্রোপণ্যের দাম। দাম কমার ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমার বিপুল সম্ভাবনা।
উৎপাদন শুল্ক কমানোর ফলে অনেকটাই দাম কমল পেট্রোল ডিজেলের। কলকাতায় আইওসি পাম্পে লিটার প্রতি ডিজেলের দাম কমছে ১১ টাকা ৭৭ পয়সা, আর পেট্রোলের দাম ৫.৮২ টাকা কমে হল ১০৪.৬৭ টাকা। এবার রাজ্য যদি ভ্যাট কমায় আরও কিছুটা দাম কমার সম্ভাবনা। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিজেপি শাসিত রাজ্য ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। বিজেপি এটাকেই আগামী নির্বাচনে হাতিয়ার করে মাঠে নামতে চলেছে, ধারণা ওয়াকিবহাল মহলের।