আগামী এপ্রিল মাসের মধ্যেই সেরে ফেলুন এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটি। হেলাফেলা করলে ভারত সরকার দ্বারা বাতিল হবে আপনার প্যানকার্ডটি। আগামী এপ্রিল মাসের মধ্যেই আপনার প্যান কার্ডের সাথে আপনার আধার কার্ড সংযুক্ত করতে হবে, অন্যথায় বাতিল হবে আপনার প্যান কার্ড।
চলতি মাস অর্থাৎ মার্চের শেষদিন, ৩১ তারিখের মধ্যে প্যান ও আধার লিঙ্ক না করালে আপনার প্যান বাতিল তো হবেই, আয়কর আইনের ২৭২বি ধারা অনুযায়ী হতে পারে ১০,০০০ টাকার জরিমানাও। অতএব কার্ডটি অবৈধ বলে পরিগণিত হবে এবং যেকোনো রকমের আর্থিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন। এর আগেও বেশ কয়েকবার পিছিয়েছে এই সংযুক্তির শেষ তারিখ। এটাই শেষ সুযোগ, তাই আর ফেলে রাখবেন না প্রয়োজনীয় কাজ।