২২ নভেম্বর, ২০২৪
দেশ

গাড়ি চাপা দিয়ে খুনের চেষ্টা ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে, বিরোধী চক্রান্তের গন্ধ পাচ্ছে বিজেপি

তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে আগরতলা পুলিশ
biplab deb Bengali News
twitter.com/BjpBiplab
news-desk
নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ৬ আগস্ট ২০২১
শেষ আপডেট: ৬ আগস্ট ২০২১ ২১:২৪

বিগত কয়েকদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর চরমে উঠেছে দেশেরই আর এক বাংলা রাজ্য ত্রিপুরায়। এবার সেখান থেকেই গাড়ি চাপা দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব কে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ সামনে এলো। অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতারও করেছে ত্রিপুরার পুলিশ।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাত্রে। পায়ে হেঁটে নাইট কার্ফু পরিদর্শনে বেরিয়েছিলেন খোদ ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে একা নন, বিশাল পুলিশবাহিনী ও ব্যক্তিগত দেহরক্ষীদের নিয়েই বেরিয়েছিলেন তিনি। এমন সময় আচমকাই আইজিএম চৌমুহনী এলাকায় তাঁকে লক্ষ্য করে একটি গাড়ি তীব্র বেগে এগিয়ে আসতে থাকে। গারিটিকে আসতে দেখে চিৎকার করে বিপ্লবকে সতর্ক করেন তাঁর দেহরক্ষী। আর তাতেই লাফিয়ে ফুটপাথে উঠে যান বিপ্লব দেব। একটুর জন্য প্রানে বাঁচেন তিনি।

এর পরেই গাড়িটির খোঁজে তল্লাশি শুরু করে আগরতলা পুলিশ। গাড়িটির নাম্বার ছিল – টি আর ০১ এ টি ০৩৫৬। গাড়িটির খোঁজ মেলে, সাথে মেলে তিন অভিযুক্ত। তাঁরা হলেন, গৈরিক সাহা, আমন সাহা এবং শুভম সাহা। পুলিশ জানিয়েছে, ঐ সময় গৈরিকই গাড়ি চালাচ্ছিলেন।

অভিযুক্তদের বিরুদ্ধে ২৭৯, ৩০৭, ৩৩২, ৩৫৩ এবং ৪২৭ নম্বর ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে আগরতলা পুলিশ। এমনিতেই ত্রিপুরায় বিজেপিতে ধস অব্যাহত। ত্রিপুরা জয়ের লক্ষ্যে তৃণমূল কংগ্রেস সর্বশক্তিতে ঝাঁপ মেরেছে ঐ রাজ্যে। তার উপর খোদ মুখ্যমন্ত্রীকেই খুনের চেষ্টার মতো ঘটনা। ফলে এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র ও বিরোধী চক্রান্তকেই দায়ী করছে ত্রিপুরা বিজেপি।

আরও খবর

বিজ্ঞাপন দিন

[email protected]

১১ ফেব্রুয়ারি

নির্বাচনের আগে তাৎপর্যপূর্ণ সফর

Narendra Modi
১০ সেপ্টেম্বর

জি ২০ শীর্ষ সম্মেলন উপলক্ষ্যে ভারতে এসেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, সঙ্গে ছিলেন তাঁর পুত্র

Justin Trudeau and narendra modi
১০ আগস্ট

এই ছুটি মা কিংবা বাবা টানা ৭৩০ দিন অর্থাৎ দুই বছর নিতে পারবেনা, রয়েছে নিয়ম

new born child
২৭ জুলাই

যুবতীকে ভর্তি করানো হয়েছে স্থানীয় একটি হাসপাতালে

rape fear woman attacked torture
৩০ মে

বিজেপি সাংসদের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রতিবাদে কয়েক দিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা

Wrestler protest
২৮ মে

আশঙ্কাজনক অবস্থায় তাদের পুরীর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়

Puri Jagannath temple
২৬ ফেব্রুয়ারি

সকল জেলা প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে

bird flu checken hen
১৯ জানুয়ারি

ছাড়পত্র দিয়েছে কেন্দ্রের বিশেষজ্ঞ কমিটি

Mamata tmc
৯ নভেম্বর

ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-উত্তরপ্রদেশও, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩

earthquake seismometer
৪ নভেম্বর

গত এক সপ্তাহে নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৩৯৬ জন

Dengue
২৯ অক্টোবর

হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে লড়তে চান বলে জানান তিনি

kangana ranaut
৩০ সেপ্টেম্বর

সন্তোষ মিত্র স্ক্যোয়ার-সহ সল্টলেকেরই আরেকটি পুজোর উদ্বোধন করার কথা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

amit shah 2
৫ সেপ্টেম্বর

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং সুধাংশু ধুলিয়ার ডিভিশন বেঞ্চের তরফে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে

hijab india girl