সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় একজন ভারতীয় 'মিস ইউনিভার্স' (Miss Universe) খেতাব জিতলেন। আজ ভারতের কাছে অত্যন্ত গর্বের একটা দিন। ৭০ তম মিস ইউনিভার্স খেতাব জিতলেন ভারতের হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। ২১ বছর বয়সী এই পাঞ্জাবের তরুণী গোটা বিশ্বের কাছে ভারতের নাম উজ্জ্বল করলেন।
এবারের ৭০ তম মিস ইউনিভার্স অনুষ্ঠানটি ইজরায়েলের ইলাত শহরে। পাঞ্জাবের এই তনয়া প্যারাগুয়ে এবং দক্ষিণ আফ্রিকার দুই প্রতিযোগীকে পেছনে ফেলে নিজের সাফল্যের মুকুটটি ছিনিয়ে নিয়েছেন। এই পাঞ্জাবি তরুণী একজন মডেল পাশাপাশি পাঞ্জাবী সিনেমার অভিনেত্রীও বটে। বর্তমানে নিজের কেরিয়ারের পাশাপাশি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর স্নাতকোত্তর ডিগ্রিও করছেন।
উল্লেখ্য, হরনাজের যখন ১৭ বছর বয়স তখন থেকেই বিভিন্ন বিউটি কনটেস্টে অংশগ্রহণ শুরু করেন। এরপর আগে তিনি ফেমিনা মিস ইন্ডিয়া পাঞ্জাব ২০১৯ সালে জিতেছিলেন। মিস দিভা ২০২১ ও জিতেছিলেন। পাশাপাশি এ বছরের অক্টোবরে মিস ইউনিভার্স ইন্ডিয়া জিতেছিলেন। হরনাজের আগে ভারতের একমাত্র সুস্মিতা সেন এবং লারা দত্ত এই পুরস্কার জিতেছিলেন।