গ্যাস জ্বালানোর আগেই জ্বলছে, আর আগুন ছাড়াই তার আঁচ হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। হ্যাঁ, মাত্র ১০ দিনের ব্যবধানে আবার বাড়লো রান্নার গ্যাসের দাম। একেই পেট্রল ডিজেলের উত্তোরোত্তর মূল্যবৃদ্ধিতে নাজেহাল জনগণ, তার সাথে ভর্তুকিহীন হয়েছে কেরোসিনও। একইসাথে পাল্লা দিয়ে লাগাতার বেড়েছে ভর্তুকিহীন গ্যাসের দাম। এবার সরাসরি একলাফে বাড়লো ৫০ টাকা।
গত ৪ ঠা ফেব্রুয়ারি ২৫ টাকা বেড়ে ১৪.২কেজি সিলিন্ডারের দাম হয়েছিল ৭৪৫ টাকা। এবার আরও ৫০ টাকা বেড়ে হল ৭৯৫ টাকা। আজ থেকেই কার্যকর হয়ে যাবে এই নতুন দাম। এর আগেও ডিসেম্বরে দু-দফায় ৫০ টাকা করে বেড়ে মোট ১০০ টাকা বেড়েছিল। আর চলতি মাসে মোট বাড়লো ৭৫ টাকা। এমনিতেই কেন্দ্রীয় সরকারের দ্বারা অত্যল্প ভর্তুকি ধার্য হয় রান্নার গ্যাসের ক্ষেত্রে, যা আগামীতে পুরোপুরি তুলে নেওয়া হবে বলেই খবর। তবে এই নতুন দামের ওপর কোনোপ্রকার ভর্তুকি পাওয়া যাবে কিনা, জানানো হয়নি কিছুই। স্বভাবতই ঘুম উড়েছে মধ্যবিত্তের।