চলতি বছরের শুরুতে করোনা ভাইরাস প্যানডেমিক প্রভাব কিছুটা কমলেও শেষ কয়েক সপ্তাহের পরিসংখ্যানে আবারো উদ্বেগ দিচ্ছে দেশবাসীকে। দেশে করোনা আক্রান্তের পরিমাণ এতদিন ধরে যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল যা নিয়ন্ত্রণে ছিল। কিন্তু শেষ এক সপ্তাহে পাল্লা দিয়ে বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা। দীর্ঘ কয়েক মাস বাদে প্রথমবার দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬০ হাজারের ঘেরাটোপ পেরিয়েছে। প্রধানত মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এছাড়াও বাংলা, কেরল এবং তামিলনাড়ুতে নির্বাচনের জন্য আক্রান্তের সংখ্যা বাড়ছে।
করোনা
Sources: wbhealth.gov.in. Modified data from: api.covid19india.org (license) with WB district name translations.
আজ অর্থাৎ শনিবার স্বাস্থ্য এবং পরিবারকল্যাণ মন্ত্রক জানিয়েছে, "গত ২৪ ঘন্টায় গোটা দেশজুড়ে মোট ৬২ হাজার ২৫৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৯১ জনের।" চলতি বছরের শুরু থেকে এরকম পরিসংখ্যান খুবই কম দেখা গেছে। এই পরিসংখ্যান স্পষ্ট করেছে যে দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে খুব শীঘ্রই। এছাড়াও পরিসংখ্যান অনুযায়ী, ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ১৯ লাখ ৮৯০০ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ২৪০ জন। করোনার ভয়াবহ রূপ থেকে রক্ষা পেতে রাজ্যগুলিকে দ্রুত টিকাকরন প্রক্রিয়া চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।