কেন্দ্রীয় সরকারের জারি করা নতুন কৃষি আইনের বিরোধিতা করে এবারে সংযুক্ত কিষান মোর্চা শুক্রবার ১২ ঘন্টার জন্য ভারত বনধের ডাক দিয়েছে। এর জেরে আশঙ্কা রয়েছে গোটা দেশ কার্যত অচল হয়ে পড়ার। দেশের সাধারণ মানুষকে এই বন্ধে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষক মোর্চার নেতৃত্ব। তারা জানিয়েছে, কেন্দ্রীয় সরকার তাদের দাবি মানতে চাইছে না এবং কৃষকদের এই আন্দোলনকে কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। এই কারণে কেন্দ্রের এরকম মনোভাব এর প্রতিবাদে শুক্রবার সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভারত বনধের ডাক দেওয়া হয়েছে সংযুক্ত কিষান মোর্চার তরফে। এছাড়াও তারা আহবান জানাচ্ছে যেন এই বন্ধের সময় রেল, সড়ক এবং বাজার বন্ধ রাখা হয়। জানা যাচ্ছে, ইতিমধ্যেই কংগ্রেস এবং অন্ধ্রপ্রদেশের জগনমোহন রেড্ডি পার্টি ওয়াইএসআর কংগ্রেসের মতো কয়েকটি রাজনৈতিক দল এই বন্ধ সমর্থন করেছেন।
 
                অন্যদিকে ভারতীয় কিষান ইউনিয়নের সভাপতি রাকেশ টিকাইত বলেছেন, "কেন্দ্রীয় সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভাজন তৈরী করার চেষ্টা করছে। কিন্তু তারা সফল হতে পারেননি। এই লড়াইয়ে আরো দীর্ঘ হবে। শুধুমাত্র দিল্লি নয় আন্দোলন দেশের অন্যান্য শহরগুলিতে ছড়িয়ে পড়বে। যতদিন না কালো আইন তুলে নেওয়া হচ্ছে এবং ন্যূনতম সহায়ক মূল্য ফিরিয়ে আনা হচ্ছে ততদিন কিন্তু এই আন্দোলন চলবেই।" প্রসঙ্গত উল্লেখ্য, এই তিনটি কৃষি আইন নিয়ে কৃষক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে দ্বন্দ্ব চলে যাচ্ছে। ইতিমধ্যেই একাদশ বার তাদের দুজনের মধ্যে বৈঠক হয়েছে কিন্তু কোন রফাসূত্র বেরোয়নি। এই আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিল কিষান মোর্চা। অন্যদিকে, নিজেদের অবস্থানে একেবারে অনড় কেন্দ্রীয় সরকার। ফলে অচলাবস্থা অব্যাহত!
 
  
 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
                 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    