গত কয়েক মাস ধরে দিল্লি সীমান্তে চলা কৃষক আন্দোলন আগামী ২৬ মে ৬ মাসে পা দেবে। একই দিনে মোদী সরকার দেশে ৭ বছরে পদার্পণ করতে চলেছে। বেশ কয়েকটি রাজ্যের নির্বাচন এবং করোনা পরিস্থিতির ভয়াবহতায় এই কৃষক আন্দোলনে ভাটা পড়লেও এবার নতুন আঙ্গিকে এই আন্দোলন শুরু হতে চলেছে। আগামী ২৬ মে দেশ জুড়ে 'কালা দিবস' পালনের ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা। সংগঠনের শীর্ষ নেতা বলবীর সিং রাজেওয়াল এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন।
গত বছর নভেম্বরে দিল্লি সীমান্তে কেন্দ্র সরকার ঘোষিত নয়া কৃষি আইনের বিরোধিতা করে আন্দোলন শুরু করেন সারা ভারত সংযুক্ত কিষাণ মোর্চা। অল্পদিনের মধ্যেই আন্দোলন দেশ ছেড়ে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায়। বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই আন্দোলনকে সমর্থন করলে মোদী সরকারের মুখ পোড়ে। বেশ কয়েকবার কৃষক নেতাদের সঙ্গে বৈঠক হলেও এই কালা আইন বাতিলের কোন রফাসূত্র বের হয়নি। এমন অবস্থায় সুপ্রিমকোর্টকে হস্তক্ষেপ করতে হয়। তারপরও এই আন্দোলন চলতে থাকে। তবে গত কয়েক মাস এই আন্দোলনের গতি কিছুটা স্তিমিত হলেও আগামী ২৬ মে থেকে নতুনভাবে শুরু হতে চলেছে বলে সূত্রে খবর।
উল্লেখ্য, রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরকে ঘিরে বিক্ষোভ দেখান কৃষকরা। বিক্ষোভকারীদের সরাতে লাঠি চালায় পুলিশ। এর পরেই সর্বভারতীয় কিষাণ মোর্চার নেতা এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে জানান, "২৬ মে কৃষক আন্দোলন ৬ মাসে পদার্পণ করবে। ওইদিন সারা দেশ জুড়ে কালা দিবস পালন করা হবে। মোদী সরকারের এই কালা আইন কৃষক বিরোধী। এই আইন প্রত্যাহারের জন্য আমরা সারা দেশ জুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছি।" পাশাপাশি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে জমায়েত না করে বাড়িতে বাড়িতে প্রতিবাদ জানানো হবে বলে জানা গেছে। বাড়ি, ট্রাক্টর, দোকানে কালো পতাকা টাঙিয়ে প্রতিবাদ জানানো হবে। প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা দাহ হবে বলেও জানিয়েছেন সারা ভারত কিষাণ মোর্চার শীর্ষ নেতৃত্ব।