৩৭০ ধারা (Article 370) অবচ্ছেদের পর কাশ্মীরের (Jammu and Kashmir) পরিস্থিতি নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী (home minister) অমিত শাহ্ (Amit Shah)। দিল্লিতে শনিবার এইচটি লিডারশিপ সামিট থেকে তিনি বলেন, ২০১৯ সালে ৩৭০ নম্বর ধারা অবচ্ছেদ করার পর থেকে কাশ্মীরে শান্তির দেখা মিলেছে। সেই সাথে কেন্দ্রশাসিত অঞ্চলে বেড়েছে বাণিজ্যিক বিনিয়োগ। বেড়েছে বাইরে থেকে আগত পর্যটক সংখ্যাও।
এদিনের বক্তৃতায় করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর অবদানের কথা বলতে গিয়ে তিনি বলেন, দেশে করোনা মহামারীর (Covid-19 pandemic) দ্বিতীয় ঢেউ চলাকালীন অক্সিজেনের অভাব মেটাতে প্রধানমন্ত্রী সবরকমের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতায় এদিন উঠে আসে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের গৃহীত পদক্ষেপের কথাও। তিনি বলেন, পাকিস্তান মস্তিষ্কপ্রসূত আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের কড়া জবাব দিয়েছে ভারত। তাঁর মুখে শোনা যায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক সার্জিকাল স্ট্রাইকের কথাও।
অমিত শাহের কথায়, যে ধারা ৩৭০ এবং ৩৫ এ বিলোপের কথা কেউ স্বপ্নেও ভাবতে পারেননি, ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরন্দ্র মোদী তা বাস্তবায়িত করে দেখিয়েছেন। যার জেরে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরে আসছে ভুস্বর্গ।
তিনি বলেন, শত্রুর ঘরে ঢুকে সার্জিকাল স্ট্রাইকের মতো সশস্ত্র অভিযান চালিয়ে ভারত প্রমান করেছে, ভারতের সীমানা ভেদ করা শত্রুপক্ষের জন্য অতটাও সহজ নেই। তাঁর কথায়, সে কর্মের কৃতিত্ব এতকাল কেবলমাত্র আমেরিকা এবং ইজরায়েলের ছিল, তাতে ভাগ বসিয়েছে ভারতও। “আমরা সকলের সাথেই শান্তি চাই…তবে নিজেদের সীমানা রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য এবং এবিষয়ে আমরা দৃঢ় জবাব দিয়েছি”, বলেন অমিত শাহ্।
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উল্লেখ করে অমিত শাহ্ বলেন, ২০১৪ সাল থেকে দেশের রাজনীতিতে স্থিরতা ফিরেছে। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বই প্রশংসার দাবীদার, এমনটাই বলতে শোনা গেছে এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে।